25/04/2024 : 4:02 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

সোমবারের পাঁচমিশালিঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪৮ (নবম সপ্তাহ)


কুইজের খোঁজ খবরঃ ৪৮

আজকের বিষয়ঃ সোমবারের পাঁচমিশালি

১। কোন কবির নির্বাচিত কবিতা ও গানের সলকলন গ্রন্থ ‘সঞ্চিতা’?
– কাজী নজরুল ইসলাম

২। ভারতীয় নারীর ব্যবহৃত কোন প্রসাধনীর ইংরাজী প্রতিশব্দ ‘vermilion’?
– সিঁদুর

৩। কাঁকন অলঙ্কারটি মহিলারা হাতে পরেন। পাশা কোন অঙ্গে শোভিত হয়?
– কান

৪। ‘তেত্রিশ বছর কেটে গেল, কেউ কথা রাখেনি’- কার লেখা কবিতার লাইন?
– সুনীল গঙ্গোপাধ্যায়

৫। মোহিনীয়াট্যম কোন রাজ্যের নৃত্যকলা?
– কেরালা

৬। ‘তোমাকে চাই’ বিখ্যাত এই গানের অ্যালবামটি কোন শিল্পীর?
– কবীর সুমন

৭। পাঁচফোড়নে কি কি মশলা থাকে?
– জিরে, কালো জিরে, মেথি, মৌরি ও রাধুনি

৮। মহাভারতে কৃষ্ণের বোন, যিনি অর্জুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তিনি কে?
– সুভদ্রা

৯। জীবনানন্দ দাশের বনলতা সেন চরিত্রের বাড়ি কোথায়?
– নাটোর

১০। ভারতে এখনও পর্যন্ত একবারই Miss World প্রতিযোগিতার আসর বসেছিল। কত সালে?
-১৯৯৬


পাঠকের জন্য প্রশ্নঃ


প্রথম কোন লেখিকা জ্ঞানপীঠ পুরস্কার পান?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition.





সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)


 

 

Related posts

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

আজকের উক্তিঃ সমৃদ্ধ হোক আপনার জীবন

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

মতামত দিন