আজ ২রা মার্চ ২০২৪ শনিবার। সকলের জীবন হোক আনন্দময়। স্রষ্টা সকলেরই মঙ্গল করুক। এই প্রার্থনা পরমেশ্বরের কাছে।
বিশ্ববিখ্যাত দার্শনিক, চিন্তাবিদ এবং সফল মানুষদের কথামৃত আমাদের পথ নির্দেশিকা হিসেবে কাজ করে। তাঁরা তাদের দীর্ঘ জীবনে নানান চড়াই উতরাই, বাক-প্রতিবদ্ধকতা পার করেছেন। সমৃদ্ধ করেছেন নিজেকে, সমাজকে দেশকে। বলা হয়ে থাকে, একটি সুন্দর কথা মহামূল্যবান হীরার থেকেও দামী। হতাশা, গ্লানি, ব্যর্থতা যখন চারপাশ হতে ঘিরে ধরে- তখন আমাদের মনে আশার মশাল জ্বালাতে পারে মূল্যবান কিছু আশা জাগানোর কথাকে জিরো পয়েন্ট-এর আজকের উক্তিঃ সমৃদ্ধ হোক আপনার জীবন বিভাগে