জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২৩ অগাষ্ট, ২০২০:
ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান মধুর সঙ্গে রান্না ঘরের আরও কিছু উপাদান মিশিয়ে বিভিন্ন হ্যাক তৈরি করা যায়।
মধুর নানা ব্যবহার:
ফেসিয়াল স্ক্রাব: নারীদের ত্বকের যত্নে ফেসমাস্ক তৈরি করা যায়। মধু, বাদামি চিনি, অলিভ অয়েল এবং লেবুর মিশিয়ে স্ক্রাব তৈরি করতে পারেন। এটি ত্বকের মরা কোষ তৈরিতে সহায়ক এবং ত্বককে করে তোলে মসৃণ।
হেয়ার রিমুভার: মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে চিনির ওয়াক্সে ঢেলে শরীরের অনাকাঙ্ক্ষিত লোম তোলা যায়। এতে ত্বককে কোমল করে তোলে।
ব্রণ দূর করতে: রাতে আক্রান্ত জায়গায় শুধু মধু লাগিয়ে ব্যান্ডেজ করে রাখুন। সকালে ব্যান্ডেজ খুলে ত্বক পরিষ্কার করে নিন।
মধু দিয়ে স্নান: দুধ আর মধু দিয়ে স্নান করলে ত্বকের শুষ্কতা দূর করে। মধুতে থাকা এনজাইম ত্বককে কোমল করে তোলে।
রোদের পোড়া দাগ দূর করতে: ত্বকের রোদে পোড়া দাগ দূর করে সহায়ক মধু। ত্বকে মধু ঘষে লাগানোর কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
ঠোঁট ফাটা দূর করতে: মধু, চিনি আর অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। এই মিশ্রণটি আর্দ্রতা ধরে রেখে ঠোঁট ফাটা রোধ করবে।