27/04/2024 : 3:13 AM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

বৃহস্পতিবারের পাঁচমিশালিঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪৬ (অষ্টম সপ্তাহ)


কুইজের খোঁজ খবরঃ ৪৬

আজকের বিষয়ঃ বৃহস্পতিবারের পাঁচমিশালি

১। উত্তমকুমার কোন সিনেমায় Botany-র টিচার ছিলেন?
– ছদ্মবেশী

২। শ্রীফল কোন ফলকে বলে?
– বেল

৩। গঙ্গা কয়টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত?
– ৫টি- উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ

৪। ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন?
– বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

৫। ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় কোন চরিত্রে অভিনয় করেন?
– উদয়ন পন্ডিত

৬। Braces কি জন্য ব্যবহার করা হয়?
– দাঁত সেট করার জন্য

৭। জয় মঙ্গলবারের ব্রত কোন মাসে পালিত হয়?
– জৈষ্ঠ্যমাস

৮। রবীন্দ্রনাথের ‘বীরপুরুষ’ কবিতায় খোকাট মা কিসে চড়ে খোকার সাথে বিদেশে ঘুরতে গিয়েছিল?
– পালকি

৯। ‘জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়’ – কোন cartoon animation -এর title song?
– মোগলি

১০। নারায়ণ দেবনাথের ‘নন্টে-ফন্টে’ কাহিনীতে কে সবসময় নানান ফন্দি আঁটে ও নন্টে-ফন্টেকে জব্দ করার চেষ্টা করে?
– কেল্টুদা


পাঠকের জন্য প্রশ্নঃ


কোন পুজোর আগের দিন চোদ্দো শাক খাওয়ার রীতি প্রচলিত আছে?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition.


কুইজ প্রতিযোগিতা-৪৩ – উত্তর


প্রশ্নঃ মহমেডান স্পোর্টিং ক্লাবের ডাকনাম কি?
উত্তরঃ – ব্ল্যাক প্যান্থারস

সঠিক উত্তরদাতা

সুস্মিতা দাস, রসুলপুর পুর্ব বর্ধমান।সোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমানআব্দুল বাসেত,  দক্ষিণ চব্বিশ পরগণারিম্পা  মন্ডল।  বড় জাগুলিয়া, নদীয়াসুনন্দা ঘোষ।, রসুলপুর, বারোয়ারি তলা, পুর্ব বর্ধমান।সুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমান



সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)


 

 

Related posts

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

ভারতের অভয়ারণ্য (পর্ব-১) :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৪ (চর্তুথ সপ্তাহ)

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

মতামত দিন