গত রবিবার থেকে শুরু হচ্ছে রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা। আমাদের সাপ্তাহিক কুইজের খোঁজ খবর থেকে ১০ টি প্রশ্ন এখানে করা হবে।
১। কোন সিনেমায় হরি সিং-এর ছেলে একজন কুখ্যাত ডাকাত ছিলেন?
২। কোন প্রাণী পিছন দিকে সাঁতার কাটতে পারে?
৩। শাড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
৪। রসগোল্লার আর এক নাম কি?
৫। ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় কোন চরিত্রে অভিনয় করেন?
৬। অমিতাভ বচ্চন-এর আসল পদবী কি?
৭। কুম্ভমেলা কয়টি জায়গায় হয়?
৮। বর্গি বলতে আমরা কোন জাতিকে বুঝি?
৯। জয় মঙ্গলবারের ব্রত কোন মাসে পালিত হয়?
১০। উত্তমকুমার কোন সিনেমায় Botany-র টিচার ছিলেন?
রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতার নিয়মাবলীঃ
১) সবথেকে প্রথম পাঁচ জনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতি রবিবার প্রথম ৫ জনের সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি মাসে(৪ সপ্তাহ) সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) প্রতিদিন দুপুর ১২টায় রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা প্রকাশ করা হবে।
আপনার উত্তর বৈকাল ৫ টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে
ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771
জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ
১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।
২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা
৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে
৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition.