26/04/2024 : 6:34 AM
জীবন শৈলীসাজঘর

সুন্দর নখের জন্য

অনেকেরই নখ সহজেই ভেঙে যায়। আবার কারও কারও নখ হলদে হয়ে যায়। নখ ঠিক রাখতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়।

প্রথমে লবণ, কুসুম গরম জল আর ১ চামচ অলিভ অয়েল নিন। সব একসঙ্গে ভালোভাবে মিলিয়ে এর মধ্যে ১৫ থেকে ২০ মিনিট এই মিশ্রণে নখ ভিজিয়ে রাখুন।

১ চামচ লেবুর রস, ৩ চামচ অলিভ অয়েল নিন। কুসুম গরম করে নিয়ে মিশ্রণে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। রোজ এভাবে করতে হবে।

কমলার রস নিন, তাতে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর কুসুম গরম জল দিয়ে হাত পরিষ্কার করুন। এরপর ভালোভাবে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।

অনেকের নখ খুব পাতলা হয়, একটুতেই ভেঙে যায়। নখ শক্ত করতে কুসুম গরম অলিভ অয়েলে ২০ মিনিট নখ ডুবিয়ে রাখুন। এটা এক দিন পরপর করুন।

নখ সাদা

অনেকের নখ হলদেটে ভাব থাকে। এই হলদেটে ভাব দুর করতে পারেন ঘরোয়া উপায়ে । উপায়গুলো  হলো

নরম টুথব্রাশ এবং ফ্লোরাইড পেস্ট দিয়ে নখ এক থেকে দুই মিনিট ঘষুন। অথবা পেস্টের সঙ্গে বেকিং সোডা ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন।

নখ পরিষ্কার করতে হলে ময়েশ্চারাইজার বা লোশন বা ক্রিম লাগিয়ে নেবেন।

নখের যত্নে নারিকেল তেল

নারিকেল তেল একটু হাতে নিয়ে দুই হাতে ঘষে গরম করে নিন।

পুরো হাতে এবং নখের কোনাতেও ভালোভাবে ঘষুন। এভাবে কয়েকবার করুন।

এতে নখের সঙ্গে সঙ্গে হাতের স্কিন গ্লো করবে এবং কিছুদিন টানা ব্যবহার করে হলদেটে ভাব চলে যাবে।

Related posts

জেনে নিন সোমবারের রাশিফল

E Zero Point

জেনে নিন বুধবারের রাশিফল

E Zero Point

জেনে নিন বুধবারের রাশিফল

E Zero Point

মতামত দিন