জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২০ নভেম্বর ২০২৩:
বাঙালি মানেই খাদ্যরসিক। সেই সব খাদ্যরসিকদের জন্য সুথবর। এবার একদম হাতের নাগালে পশ্চিমবঙ্গের সবথেকে বড় খাদ্য মেলা বসছে বর্ধমান শহরে। বর্ধমান ফুডিশ ক্লাব আয়োজতি খাদ্যান্বেষণ 2023 – ,বর্ধমানের নিজস্ব খাবার মেলা।
শুরু হচ্ছে আগামী 25 নভেম্বর থেকে 3 ডিসেম্বর উৎসব ময়দানে । বর্ধমান ফুডিশ ক্লাবের সেক্রেটারি দেবজিত সিনহা একটি প্রেস মিটে জানান,এই বছর গোটা মেলা প্রাঙ্গণ হবে ফ্রি ওয়াই ফাই জোন।
খাদ্যরসিকেরা বিনামূল্যে পাবেন ইন্টারনেট পরিষেবা। থাকছে ৮৫ টি খাবারের স্টল যা গত বছরের থেকে ২৫টি বেশি। খাদ্যরসিকেদের চাহিদায় মেলা এবার ৯ দিনের করা হচ্ছে।
এছাড়াও মেলার মাঠে থাকছে বিউটি কনটেস্ট, রেম্প ওয়াক, সেরা রেসিপি কনটেস্ট। শুধু খাদ্য রসিকদের জন্যই নয় বাচ্চাদের জন্য থাকছে যেমন খুশি সাজো প্রতিযোগিতা। থাকছে খাই খাই প্রতিযোগিতা। ফুচকাপ্রেমীদের জন্য থাকছে 30 সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে তার প্রতিযোগিতা। এছাড়াও প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছ বলে জানান বর্ধমান ফুডিশ ক্লাবের কর্মকর্তারা।