01/05/2024 : 10:13 PM
ই-জিরো পয়েন্টসম্পাদকীয়

প্রাণের শহর মেমারিঃ প্রশাসনের সাথে সাথে সচেতন হোক নাগরিক

সম্পাদকীয়


নতুন বছরের আরও একটি দিন চলে গেল। হিসাব কষতে যেও না মেমারি। তুমি আজ এখন প্রাণের শহর মেমারি। রাস্তার মোড়ে মোড়ে হাইমাস্ক, নীলসাদা ভালোবাসায় জড়িয়ে ল্যাম্প পোষ্ট -আলো ঝকমকে -মেমারির বামুনপাড়া মোড় থেকে চকদিঘী মোড়। রাজ্য তথা শহরের শাসকের প্রতিষ্ঠা দিবস দিয়ে শুরু মেমারির নতুন বছর। কলেজ মাঠে উৎসব শেষ এবার প্রস্তুতি বইমেলার। বাসষ্ট্যান্ড হবে আগামী কয়েকদিনের জন্য মেমারিবাসীর প্রাণকেন্দ্র।

হিসাব কষতে যেও না মেমারি। তুমি আজ এখন প্রাণের শহর মেমারি। প্রশাসন সদা তৎপড় মেমারির নাগরিকদের সর্বোচ্চ সুবিধা প্রদান করতে। প্রশাসন দায়িত্ব পালন করছে তার মতো করে আপনিও মেমারির নাগরিক হয়ে সচেতন হন আপনার মতো করে। মেমারি পৌরসভা থেকে বারবার প্রচার করা হচ্ছে প্লাসটিক নিয়ে – আমি, আপনি সবাই শুনছি কিন্তু সচেতনতা কই? মেমারি উৎসব তো কটা দিনের – সেখানে প্লাসটিক ক্যারি ব্যগে খাবার থেকে শুরু করে মেলার হরেকরকম জিনিস দোকানদার আপনাকে দিয়েছেন আপনিও নিয়েছেন – সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন বরং প্রতিদিনের জীবনে মেমারির শহরের দোকান থেকে প্লাসটিক কে না বলুন। একবার রাস্তায় হেঁটে যাবার সময় ড্রেনগুলোতে নজর দিন – দেখবেন কত প্লাসটিক ড্রেনের জলকে আটকে রেখেছে – আর জল আটকে থাকলে, জমা জলে ডেঙ্গু হয় এটা তো সরকারী বিজ্ঞাপনে দেখেছি।

তাই নতুন বছরের প্রথমদিনে একটাই অনুরোধ প্রশাসনের সাথে সাথে সচেতন মেমারির নাগরিক হিসেবে আপনিও সচেতন হন।

-আনোয়ার আলি
২ জানুয়ারি ২০২৩

 

 

Related posts

মঙ্গলবারের পাঁচমিশালিঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪৪ (অষ্টম সপ্তাহ)

E Zero Point

ভারতীয় কমিক স্ট্রিপঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৩৩ (পঞ্চম সপ্তাহ)

E Zero Point

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – পঞ্চম ও শেষ পর্ব

E Zero Point

মতামত দিন