18/09/2024 : 7:41 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

বিশ্ব পরিবেশ দিবস :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৩ (চর্তুথ সপ্তাহ)

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-২৩

আজ শুরু হল তৃতীয় সপ্তাহ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতাঃ সাপ্তাহিক বিজয়ী ডঃ সায়ন ভট্টাচার্য -কে জিরো পয়েন্ট এর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। (তৃতীয় সপ্তাহের প্রতিযোগিতায় ৩ জন সর্বোচ্চ উত্তরদাতা ছিলেন, আমরা সবক্ষেত্রে যিনি আগে উত্তর দিয়েছেন সেই মানদন্ডে বিজয়ী নির্ধারণ করা হল)

কুইজ প্রতিযোগিতা-২২- উত্তর


প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে ও কোথায় হয়?
উত্তরঃ ১৮৮৫ সালে ২৮ থেকে ৩১শে ডিসেম্বর, বোম্বেতে।

সঠিক উত্তরদাতা

ডঃ সায়ন ভট্টাচার্য , কলকাতামোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদফজলুর রহমান, সালার,  মুর্শিদাবাদঅপর্ণা সূত্রধর, মুর্শিদাবাদসোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমনানআমিরুল আলি, রায়না, পূর্ব বর্ধমানসুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানমুস্তাক মুর্শেদ, মুর্শিদাবাদ

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-২৩

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষায় সচেতনতামূলক প্রচারের জন্য ইউনাইটেড নেশনসের কাছে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। সামুদ্রিক দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়ন, বন্যপ্রাণ তথা জীববৈচিত্র্য বজায় রাখা সহ পরিবেশ সংক্রান্ত বিবিধ বিষয়ে আজ আলোচনা করা হয় এবং সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ সহ নানান জনসচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হয়। প্রতি বছর পৃথিবীর কোনো একটি শহর Host City -র ভূমিকা পালন করে যেখানে ইউনাইটেড নেশনসের তরফে এই উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়।

আজকের বিষয়ঃ বিশ্ব পরিবেশ দিবস

১। ইউনাইটেড নেশনসের তরফে পরিবেশ বিষয়ে প্রথম বড় ধরনের সম্মেলন কবে হয় যা Conference on the Human Environment বা Stockholm Conference নামে পরিচিত?
– ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন। এই সম্মেলনের প্রথম দিনেই World Environment Day পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

২। বিশ্ব পরিবেশ দিবস কবে থেকে পালন করা হচ্ছে?
– ১৯৭৪

৩। প্রথম বছরে কোন শহর Host City ছিল ও বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল?
– Host city – Spokane, USA
Theme- “Only One Earth”

৪। এই বছর ৪৭-তম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে। এতগুলো বছরে ভারত মাত্র দু’বার হোস্ট সিটির দায়িত্ব সামলেছে। কোন কোন বছরে ও কোন শহরে বিশ্ব পরিবেশ দিবসের আসর বসেছিল?
– ২০১১ ও ২০১৮ সালে, নিউ দিল্লিতে

৫। এই দুটি বছরে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল?
– ২০১১- Forests: Nature at your Service
২০১৮- Beat Plastic Pollution

৬। কোন দেশ থেকে সবথেকে বেশিবার হোস্ট সিটি হয়েছে?
– বাংলাদেশ, মোট ১০ বার ( ঢাকা- ২ বার, সিলেট – ৬ বার, রংপুর – ১ বার, রাজশাহী – ১ বার)

৭। বিশ্ব পরিবেশ দিবসে যে Earth Anthem গাওয়া হয় সেটি এক ভারতীয়র লেখা। তিনি কে?
– Abhay K বা Abhay Kumar

৮। পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সমষ্টিগত উদ্যোগ ও সাফল্যকে সম্মান জানাতে United Nations Environment Programme (UNEP) -এর তরফে ১৯৮৭ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবসে কোন পুরস্কার প্রদানের ব্যবস্থা শুরু হয়?
– Global 500 Roll of Honour

৯। ২০১৫ সাল থেকে এই পুরস্কারের বদলে কোন পুরস্কার প্রদান শুরু হয়েছে?
– Champions of the Earth

১০। UNEP ১৮ থেকে ৩০ বছর বয়স্ক কমবয়সী প্রতিভাবান আবিস্কারক, যারা পরিবেশ রক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছে, তাদের বিশেষ ভাবে Champions of the Earth পুরস্কারের আওতায় আনতে চালু করে Young Champions of the Earth। কবে থেকে এই পুরস্কার চালু হয়?
– ২০১৭ সাল থেকে

কুইজ প্রতিযোগিতা-২৩


পাঠকের জন্য প্রশ্নঃ

২০২০ সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম “Celebrate Biodiversity : It’s Time for Nature”। হোস্ট সিটি কোন শহর?



সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

মতামত দিন