12/09/2025 : 6:43 PM
কৃষ্টিবিনোদন

আবৃত্তি পাঠশালার শিক্ষার্থীরা কলকাতার মঞ্চে

জিরো পয়েন্ট নিউজ, কলকাতা, ১২ সেপ্টেম্বর ২০২৫ঃ


এন আর বি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের পরিচালনায় শুক্রবার সকালে কলকাতার নলিনী গুহ সভাঘরে আয়োজিত হলো বন্ধুত্বের শুদ্ধতায় মেতে ওঠো সারা বিশ্বের বাঙালি শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে বীরমুক্তিযোদ্ধা ডঃ নূরুন নবী, বীরমুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ডঃ জিনাত নবী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা কানাডা নিবাসী নাদিম ইকবাল, কবি দেবাশীষ চন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ড. পবিত্র সরকার, প্রতিষ্ঠাতা সম্পাদক ওমর আলি।

এদিন এই অনুষ্ঠানে আবৃত্তির কোলাজ নিয়ে উপস্থিত ছিলো পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের আবৃত্তি পাঠশালার শিক্ষার্থীরা। বাচিকশিল্পী ব্রততী ঘোষ আলির পরিচালনায় ও কবি উজ্জ্বল দাসের রচনায় আমাদের বিদ্যালয় শীর্ষক আবৃত্তির কোলাজ পরিবেশন করা হলো। অংশগ্রহণ করেছিলেন আবৃত্তি পাঠশালার শিক্ষার্থী ধৃতিমান লাহা, প্রিয়া মজুমদার, দেবার্ঘ্য মন্ডল, অরুণিমা সাহা, আরাধ্যা মজুমদার, শ্রেষ্ঠা চক্রবর্তী।

Related posts

অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি নিয়ে “ম্যাজিক”-ছবির মহরৎ হয়ে গেল

E Zero Point

দুর্গাপুরে ‘ সুর ও সপ্তক ’ আয়োজিত শাস্ত্রীয় সংগীতের উৎসব

E Zero Point

মেমারির অরুণ কান্তি পালঃ দীর্ঘ ৫০ বছর ধরে তবলার প্রতি নিবেদিত প্রাণ

E Zero Point

মতামত দিন