11/12/2024 : 8:53 AM
কৃষ্টিখেলাবিনোদন

মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জিরো পয়েন্ট নিউজ -সাহিদুল ইসলাম, মেমারি, ৭ নভেম্বর ২০২৪ :


মাল পাহাড়িয়া জনগণ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যের একটি উপজাতির সম্প্রদায়। এদেরকে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড সরকার তফসিলি উপজাতি হিসাবে তালিকাভুক্ত করেছে। মাল পাহাড়িয়াদের মাতৃভাষা হচ্ছে মাল পাহাড়ি ভাষা। সেই মাল পাহাড়িয়া জাতির অস্তিত্ব, ভাষা, সংস্কৃতি রক্ষার্থে এগিয়ে এসেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বাজে রসুলপুর ও তালপাড়া মাল পাহাড়িয়া উন্নয়ন সমিতি।

৫ নভেম্বর মঙ্গলবার মাল পাহাড়িয়া উন্নয়ন সমিতির পরিচালনায় দুই দিনব্যাপী ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। নওহাটী মোহনপুর ফুটবল মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মূলত প্রথম আটটি মাল পাহাড়িয়া দল এবং দ্বিতীয় আটটি সাধারণ শ্রেণীর দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় নওহাটি সবুজ সংঘ জুনিয়র একাদশ ১/০ গোলে পরাজিত করেন সূর্য সংঘ ফুটবল ক্লাবকে। বিজয়ী দল কে নগদ ১৭০০০/- হাজার টাকা এবং চ্যালেঞ্জার ট্রফি তুলে দেওয়া হয় ও বিজেতা দলকে নগদ ১৫০০০/- হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।


ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এদিন সারারাত্রি ব্যাপী তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষার স্বার্থে ঝুমুর ঝুমটা নাচখানের আয়োজন করা হয়। মাল পাহাড়িয়া জনজাতি থেকে এলাকার সাধারণ সর্ব শ্রেণীর মানুষ হাজির হন এই অনুষ্ঠানে।

ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মেমারি দুই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন ঘোষ এবং কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম শেখ সহ অন্যান্যরা।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা লগ্নে বিশিষ্ট সাংবাদিক বিপ্লব চ্যাটার্জির নির্দেশিত মাল পাহাড়িয়া জনজাতির ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্রের প্রদর্শনী করা হয়। এছাড়াও  মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির পক্ষ থেকে মেমারি প্রেস ক্লাবের উপস্থিত সদস্যদের সম্মান জানানো হয়।

মালপাহাড়িয়া উন্নয়ণ সমিতির পক্ষে শম্ভু গিরি ও গণেশ দেহরা জানান, পৃথিবীর আদি জাতির মধ্যে অন্যতম মালপাহাড়ি, আমাদের জাতির ভাষা-সংস্কৃতি রক্ষা করার জন্য আমরা বদ্ধ পরিকর।

Related posts

গ্রামীণ যুবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

E Zero Point

মুক্তি পেতে চলেছে সূর্য খানের ছবি “ভালো আছি ভালো থেকো”

E Zero Point

কঠিন জয়ে শেষ ষোলোয় সেরেনা

E Zero Point

মতামত দিন