11/12/2024 : 9:43 AM
আমার বাংলা

অদ্ভুত কান্ড মেমারিতেঃ হাতে ব্যথা রোগীর প্রেসক্রিপশনে লেখা হাঁটুর এক্স-রে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৯ নভেম্বর ২০২৪ :


হাতের ব্যথা নিয়ে সরকারী হাসপাতালের ইমারজেন্সীতে চিকিৎসকের কাছে গেলে তিনি পরীক্ষা করে প্রেসক্রিপশনে এক্স-রে করার জন্য লিখে দিলেন। ডিজিটাল এক্স রে করার জন্য এক্সরে বিভাগে পৌঁছালে, টেকনিশিয়ান হাঁটুতে  এক্স রে প্লেট বসাতে গেলে বাধা দেয় রোগী। অবাক হয়ে রোগী জানান, তার তো হাতে ব্যথা আর টেকনিশিয়ান জানান, প্রেসক্রিপশনে হাঁটুর এক্স রে লেখা।  কিংকর্তব্যবিমূঢ় হয়ে রোগী আবার চিকিৎসকের কাছে গিয়ে নতুন প্রেসক্রিপশন করে নিয়ে এসে এক্স রে করান।

অদ্ভুত এই কান্ডটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীন হাসপাতালে। গত ৬ নভেম্বর রাতে জামালপুর ব্লকের অন্তর্গত আঝাপুরের বাসিন্দা কৌশিক চ্যাটার্জী হাসপাতালের ইমারজেন্সী বিভাগে আসেন হাতের ব্যথা নিয়ে। কর্তব্যরত ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে পরের দিন মেমারি গ্রামীন হাসপাতালের এক্স রে বিভাগে গিয়ে এই অদ্ভুত কান্ডের শিকার হন তিনি।

পেশায় সাংবাদিক, কৌশিক চ্যাটার্জী চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন সরকারি হাসপাতালের বিরুদ্ধে। যদিও হাসপাতাল সূত্রে খবর এখনও পর্যন্ত তিনি কোন লিখিত অভিযোগ করেননি এব্যপারে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে চিকিৎসকের এই গাফিলতি নিয়ে।

এ ব্যপারে জিরো পয়েন্টের প্রতিনিধি মেমারি গ্রামীন হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ বালার সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান, এখনও পর্যন্ত এ বিষয়ে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি, পেলে অবশ্যই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। এছাড়াও কর্তব্যরত চিকিৎসকের কাছেও বিষয়টি জানতে হবে সেদিন সঠিক কী  ঘটেছিল।

 

 

Related posts

শুভেন্দু চোর, মুকুল চোর, যত চোর ছিল আমাদের সব চোরগুলো পালিয়ে গেছেঃ তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

E Zero Point

বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ায় তৃণমূল পার্টি অফিসের সামনে বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা

E Zero Point

খুঁটি পুজোয় মেমারির বিধায়ক

E Zero Point

মতামত দিন