29/03/2024 : 3:49 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দীর্ঘক্ষণ -স্থানীয় বাসিন্দাদের এস টি কে কে সড়ক অবরোধ পূর্বস্থলীতে

আলেক শেখ, পূর্বস্থলীঃ আবার এস টি কে কে সড়ক সম্প্রসানের কাজ দেখে মানুষের ক্ষোভের   বিস্ফোরণ ঘটলো শুক্রবার। দুই ঘন্টা স্থানীয় বাসিন্দারা এই  সড়ক  অবরোধ করে রাখলেন  পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির নসরতপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ পাড়ায়। স্থানীদের দাবি মতো নির্মিয়মান সড়কে দিনে তিনবার করে জল ছেটানোর আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।  উল্লেখ্যা চলতি বছরের গত ৭ জানুয়ারি   কালনা মহাকুমা  শাসক দপ্তরে অনুষ্ঠিত প্রশাসনিক সভায়  পি ডব্লিউ ডি (সড়ক) এর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার  ঘোষণা করেন—-দেড় বছরের মধ্যেই এস  টি কে কে সড়ক সম্প্রসারণের কাজ শেষ হবে।  গুপ্তিপাড়া থেকে ছাতনী ৫৫ কিমি সড়ক সম্প্রসারনের জন্য বরাদ্দ ১৭৫ কোটি টাকা।   এই কাজে সময় দেওয়া হয়েছে দুই বছর, তার মধ্যে ইতিমধ্যেই ছয় মাসের কাজ হয়েছে। আর দের বছরের মধ্যেই  বাকি কাজটি শেষ হবে।  সড়কটি সর্বত্র চওড়া হবে ১০ মিটার।  তিনি সেদিন আরো  তখন ঘোষণা করেন —  সড়কের যেখানে খানাখন্দ আছে তা  সাত দিনের মধ্যে মেরামত করে দেওয়া হবে।

কিন্তু সেই ঘোষণা মত কিছুই কাজ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।   কারন এই সড়ক সম্প্রসারণের কাজ  প্রথম শুরু হওয়ার পর  থেকেই পাথর-বালির ধুলোতে মানুষ  অতিষ্ঠ  হয়ে ওঠেন । তা আজ অব্যাহত।  ফলে বারে বারে বিভিন্ন জায়গায়  সড়ক অবরোধ হয়েছে।    লকডাউনের  পরে  শুক্রবার আবার সড়ক অবরোধ হয়ে পূর্বের ধারা অব্যাহত রইলো। কারন  পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা যতই আশ্বাস দিন না সড়কের প্রথম দিকের সেই ভয়াবহতা আজও কাটিয়ে উঠা যায়নি। কবে সেই ভয়াবহতা দূর হবে তা জানতে   ভবিষ্যতের দিকেই  তাকিয়ে থাকতে হবে মানুষকে।

Related posts

মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন হাটগোবিন্দপুরে

E Zero Point

ভাগীরথী নদী ভাঙনের মুখে কিশোরীগঞ্জ

E Zero Point

নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে গেলো ভাতারে

E Zero Point

মতামত দিন