জিরো পয়েন্ট লিটল ম্যাগাজিন
=====================
প্রিয় বন্ধুরা,,, আমার প্রিয় কলম শিল্পীরা,,,,
জিরো পয়েন্ট পাবলিকেশনের থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আপনাদের জন্য একটি খুশির খবর জানাচ্ছি,,,,
জিরো পয়েন্টের প্রতিষ্ঠাতা স্বর্গীয় মাননীয় আনসার আলির শুভ জন্মদিবস ১লা জুন। সংবাদ পত্র ও সাহিত্যের আঙিনায় দেশ-বিদেশে সমাদৃত তিনি ও তাঁর প্রতিষ্ঠিত “জিরো পয়েন্ট”। তাঁর হাত ধরেই উঠে এসেছেন আজকের দিনে প্রতিষ্ঠিত বহু খ্যাতনামা সাহিত্যিক। সেই ধারা আজও অক্ষুন্ন এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব আমরা ভালোবেসে কাঁধে তুলে নিয়েছি। সেই সৃষ্টিশীলতার মুকুটে আরও একটি নতুন পালক সংযোজন করতে চলেছি আমরা। তাহলো, আগামী ১লা জুন থেকে একটি করে ত্রৈমাসিক ম্যাগাজিন বার করতে চলেছে “জিরো পয়েন্ট পাবলিকেশন”। এই ম্যাগাজিনের প্রথম সংখ্যার (স্মরণিকা) লেখা নেওয়া হবে ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ রাত্রি ১১টা পর্যন্ত।
আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এর নিয়মাবলী:—-
১) কোন নির্দিষ্ট বিষয় থাকছে না।
২) লাইন নির্দিষ্ট নয়,,তবে মহাকাব্য গ্রহনীয় নয়।
৩)লেখা মেল বডিতে টাইপ করে পাঠাবেন অথবা “জিরো পয়েন্ট পাবলিকেশন”এর সদর দপ্তরে পাণ্ডুলিপি আকারে পোস্ট করবেন।
৪) প্রত্যেকে ৩টি করে লেখা পাঠাবেন।
৫) নির্বাচিত হলে হোয়াটস্ এ্যাপে জানিয়ে দেওয়া হবে।
৬) লেখা পাঠাবেন zeropointlittlemagazine@gmail.com এই মেল আইডি তে।
৭) কোন সৌজন্য সংখ্যা থাকবে না,,,প্রত্যেককে সংখ্যাটি কিনে নিতে হবে(বাধ্যতামূলক নয়)। এই প্রয়াসকে দীর্ঘস্থায়ী করতে বিনিময় মূল্য এই পত্রিকার অক্সিজেন হবে।
৮) প্রত্যেকে তাদের ঠিকানা ও ফোন নং দেবেন।
* আমরা লেখার গুণমানের সাথে আপোষ করবো না।
* পত্রিকাটি আন্তর্জাতিক মানের মাপদণ্ড বজায় রাখবে।
* নির্বাচক মণ্ডলীর রায় চূড়ান্ত।
* আমাদের ফেসবুক পেজে ও এই গ্রুপে চোখ রাখুন,,,সাথে ফেসবুক পেজটিকে লাইক করে আপনার ওয়ালে শেয়ার করুন।
ভালোবাসা ও শুভেচ্ছান্তে,
অন্জুমনোয়ারা আনসারী – ৯৩৩২১২৯৪৪৮
সম্পাদক
*******
সুদীপ্ত ভট্টাচার্য্য- ৬২৯৬৪৫৪০৯৯
(এ্যাডমিন্ ও সহ সম্পাদক
লিটল্ ম্যাগাজিন)
*******
আনোয়ার আলি – ৯৩৭৫৪৩৪৮২৪
প্রকাশক
*******