19/03/2024 : 8:58 AM
ই-জিরো পয়েন্টকুইজছোটদের জগৎপ্রতিযোগিতা

ছোটদের কুইজ প্রতিযোগিতা-১ (প্রথম সপ্তাহ)

আজ থেকে শুরু হল ছোটদের জন্য কুইজ প্রতিযোগিতাঃ


১। নেপালের রাজধানী কি?
২। গ্যালিলিও কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
৩। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
৪। নোভাক জোকোভিচ কোন খেলার সাথে যুক্ত?
৫। কর্ণাটকের বেশির ভাগ মানুষ কি ভাষায় কথা বলেন?

নিয়মাবলীঃ

★নাম/ঠিকানা/বয়স/ক্লাস/স্কুল
★বয়স- ১৪ বছর পর্যন্ত
★সময়- দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ৬টা
★সর্বোচ্চ সঠিক উত্তরদাতা প্রথম ১০ জনের নাম-ছবি প্রকাশ করা হবে
★চার সপ্তাহ মিলিয়ে সবার আগে সবথেকে বেশি উত্তরদাতাকে মাসিক পুরস্কার ক্যুরিয়ারে পাঠানো হবে
★জিরো পয়েন্ট পরিবারের সাথে যুক্ত কেউ অংশগ্রহণ করতে পারবে না


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# নাম/ঠিকানা/বয়স/ক্লাস/স্কুল
#  ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition


কুইজ প্রতিযোগিতা-৩৩ – উত্তর


প্রশ্নঃ শ্রীমতিজী, পিঙ্কি, বিল্লু চরিত্রগুলি কার সৃষ্টি?
উত্তরঃ – প্রাণ কুমার শর্মা।

আগামী কাল রবিবার থেকে শুরু হবে রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা

গত ৫ দিনের প্রশ্নাবলী থেকে প্রশ্ন করা হবে। অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই।

সঠিক উত্তরদাতা


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)

Related posts

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

আজকের উক্তিঃ সমৃদ্ধ হোক আপনার জীবন

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

মতামত দিন