29/03/2024 : 4:13 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

e-জিরো পয়েন্ট – আষাঢ় ১৪২৭ (আষাঢ়ে ভূতের  আড্ডা)

আষাঢ়ে ভূতের আড্ডা৫ আষাঢ় ১৪২৭, শনিবার


অনুক্রমিকা


প্রচ্ছদঃ অপূর্ব কুমার সু   ♦ সম্পাদকীয়ঃ আনোয়ার আলি ⇒ পৃষ্ঠা -১ গল্পঃ স্বাতী মুখার্জী ⇒ পৃষ্ঠা -২  ♦ ছড়াঃ ডঃ রমলা মুখার্জী, সুশান্ত পাড়ুই  ⇒ পৃষ্ঠা -৩ ♥ রহস্য অনু গল্পঃ  ফাল্গুনী দে, কবিতাঃ আব্দুল হিল ⇒ পৃষ্ঠা -৪ ♥ গল্পঃ পরেশ নাথ কোনার⇒ পৃষ্ঠা – ৫ ♦ ছড়াঃ হাস্নে আরা বেগম, অনু গল্পঃ  অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)⇒ পৃষ্ঠা -৬ ♥ কবিতাঃ রতন নস্কর, ইঞ্জামামুল হক⇒ পৃষ্ঠা – ৭ ♥ গল্পঃ সুজাতা মিশ্র(সুজান মিঠি) ⇒ পৃষ্ঠা – ৮ ♦ কবিতাঃ সায়নদীপ সেনগুপ্ত⇒ পৃষ্ঠা – ৯ ♦ গল্পঃ মিরাজুল সেখ পৃষ্ঠা – ১০ ♦ ছড়াঃ রণধীর দাস কবিতাঃ সৈয়দ সেরিনা পৃষ্ঠা – ১১ ♦ গল্পঃ কবিরুল পৃষ্ঠা – ১২ ♦ কবিতাঃ সুতপা দত্ত পৃষ্ঠা – ১৩ শেষ পাতাঃ শ্রুতিনাটক- কমলেশ মন্ডল, ব্রততী ঘোষ আলি, শুভাশিষ মল্লিক, অর্পিতা চ্যাটার্জী, সুদীপ্ত ভট্টাচার্য, অসীম বিশ্বাস ⇒ পৃষ্ঠা – ১৪


সম্পাদকের কথা


প্রচলিত ধারণা অনুসারে একজন ব‍্যক্তির মৃত্যুর পর উক্ত মৃতদেহের প্রতিচ্ছবি কিংবা অশরীরী উপস্থিতি কে আমরা ভূত বলে গণ‍্য করি। নানাজনের নানাভাবে ভৌতিক অভিজ্ঞতার কথা আমরা শুনে থাকি। ভূত আছে কি নেই সেই তর্কবিতর্ক কোন এক সংখ্যার বিষয়বস্তু হতেই পারে।

কিন্ত একথা মানতেই হবে ছোট থেকে বড় সকলেই ভূতের অন্ধভক্ত, ভক্তিতে ভক্ত কিংবা ভয়ে ভক্ত। সাহিত্য জগতের একটি প্রধান বিষয়বস্তু ভূত। যার জনপ্রিয়তা ছোট বড় পর্দায় অসীম। এহেন বিষয়কে নিয়ে আমাদের আষাঢ় মাসের ই-ম‍্যাগাজিন আষাঢ়ে ভূতের আড্ডা।

প্রসঙ্গগত উল্লেখ্যে শেষ পাতায় ভৌতিক বিষয় নিয়ে জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার পক্ষ থেকে একটি শ্রুতি নাটক প্রস্তুত করা হয়েছে। আমাদের সাহিত্য আড্ডার যুগ্ম সম্পাদক শুভাষিস মল্লিক রচিত “ভয়” শ্রুতি নাটকে কমিটির মেম্বাররা অংশগ্রহণ করেছেন। সকলকে শোনার জন্য অনুরোধ করা হল।

শুধু শ্রুতি নাটকই নয় প্রতিটি গল্প ও ছড়া-কবিতায় ভৌতিক পরিবেশে আষাঢ়ে ভূতের আড্ডার মেজাজ বর্তমান।

জিরো পয়েন্ট তার ৩২ বছরের দীর্ঘ পাক্ষিক সংবাদ পত্র প্রকাশনার সাথে সাথে, প্রতিষ্ঠাতা সেখ আনসার আলির প্রথম প্রয়াণতিথি থেকে জিরো পয়েন্ট আর্ন্তজাল জগতে প্রবেশ করে www.ezeropoint.net -মাধ্যমে। বৈশাখ মাসের  নববর্ষ সংখ্যার পর, জৈষ্ঠ্য মাসে আত্মপ্রকাশ করেছিল রবীন্দ্র-নজরুল সংখ্যা।

প্রতি বাংলা মাসে প্রথম দিনে প্রকাশিত হবে ই-ম্যাগাজিন – e-জিরো পয়েন্ট। সকলের মতামত আমাদের পাথেয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই পড়তে থাকুন ও লিখতে থাকুন।


– আনোয়ার আলি,
সম্পাদক ও প্রকাশ জিরো পয়েন্ট।
(৫ই আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ)

◆এই সংখ্যাটি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।◆


Related posts

ছোটদের গল্পঃ দুই বোন

E Zero Point

কবিতাঃ মালাবদল

E Zero Point

দৈনিক কবিতাঃ আমি আসবো…….

E Zero Point

1 টি মন্তব্য

আব্দুল হিল শেখ June 21, 2020 at 8:05 am

অসাধারণ লাগলো। ভালো থাকবেন সকলে।

উত্তর

মতামত দিন