27/04/2024 : 1:45 AM
ই-ম্যাগাজিনসাহিত্য

e-জিরো পয়েন্ট – আষাঢ় ১৪২৭ (আষাঢ়ে ভূতের  আড্ডা)

কবিতা


মানভঞ্জন

✒সায়নদীপ সেনগুপ্ত
মামদো আজ, খুব ফেঁসেছে,
অবস্থা সঙ্গীন!
কাজের চাপে ভুলেছে আজ,
বউয়ের জন্মদিন!
বউ আছে, খুব রেগে,
 মুখটি করে হাঁড়ি,
বলছে, “আমি থাকবো না আর,
গেলাম বাপের বাড়ি!”
মামদো তাকে বোঝায় অনেক-
“লাভ ইউ জানু, সোনা,
বাদুড় খুলির আংটি দেব,
পাঁঠার হাড়ের গয়না!”
কিন্তু বউ মানতে নারাজ,
 করে আছে গোঁসা,
হঠাৎ করে মামদোর ঘটে,
বুদ্ধি এল খাঁসা!!!
দুদ্দার করে ঢুকলো সে,
রান্না ঘরে গিয়ে…
লাল রক্তের চা বানালো!
আদা কুচি দিয়ে!
চা খেয়ে বউ তো ফিদা!
দিল দাঁতাল হাসি!
বলল “লাভ ইউ টু জানু!
তোমায় ভালোবাসি!”
মামদো তখন, জড়িয়ে ধরে,
বউকে বলে “সরি..
মানুষ হাড়ের চেন দেব কাল,
‘গড প্রমিস’, মাইরি!”♦
◆এই সংখ্যাটি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।◆

Related posts

ছোটগল্পঃ একাকী

E Zero Point

আবার এসেছি ফিরে পত্রিকার পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা  ও পত্রিকা  প্রকাশ অনুষ্ঠান

E Zero Point

হলদিয়ার গান্ধী আশ্রমে ছায়াঘেরা পাঠশালা

E Zero Point

1 টি মন্তব্য

আব্দুল হিল শেখ June 21, 2020 at 8:05 am

অসাধারণ লাগলো। ভালো থাকবেন সকলে।

উত্তর

মতামত দিন