জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৯ নভেম্বর ২০২৪ :
নভেম্বর বিপ্লব উপলক্ষে মেমারির রসুলপুরে অনুষ্ঠিত হলো তৃতীয় সম্মেলন ও নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে প্রকাশ্য আলোচনা সভা। ৭ নভেম্বর বৃহস্পতিবার মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে এদিনের এই সভার মুখ্য আলচ্য বিষয় ‘নভেম্বর বিপ্লবের আলো জ্বালাও-নয়া উদারবাদ নয়, সমাজতন্ত্র একমাত্র বিকল্প’। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বামনেতা অরিন্দম কোঙার ও অবিভক্ত বর্ধমান জেলার, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র সিপিআইএমের প্রাক্তন সাংসদ সইদুল হক। এদিনের সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম নেতা শশধর মিস্ত্রি।
উপস্থিত নেতৃত্ব বলেন ‘আগামী বছর এপ্রিলে অনুষ্ঠিত হবে সিপিআইএম পার্টি কংগ্রেস। তাই গত সেপ্টেম্বর থেকে শাখা কমিটির সম্মেলন দিয়ে সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম পর্যায় শেষে দ্বিতীয় পর্যায় মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্মেলন হবে আগামী ১০ ই নভেম্বর মেমারি কালীতলা দলীয় কার্যালয়ে। এদিনের সম্মেলন মঞ্চের নামকরন করা হবে প্রয়াত কমেরড মহারানী কোঙার ও কমরেড রামকৃষ্ণ ব্যানার্জির নামে। সকাল ৯টা থেকে অনুষ্ঠিত এই সম্মেলনে দলীয় সভ্যরা উপস্থিত থাকবেন। সারা দিন ধরে চলবে এই কর্মসূচি। এই সমাবেশ কে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধায় মেমারির রসুলপুর বাজারে প্রকাশ্য সেমিনার অনুষ্ঠিত করা হলো।
এদিনের মঞ্চ থেকে বক্তারা আরো বলেন, বিপ্লব করা শক্ত, বিপ্লবকে রক্ষা করা আরো শক্ত। দেশের মধ্যে এমন কিছু শক্তি ছিলো যারা শোষণ নীতিকে বজায় রাখতে চায়। যারা নির্যাতন নীতি কে বজায় রাখতে চায়। আর দেশের বাইরে সমাজ তন্ত্র বিরোধী শক্তি রয়ে গেছে। পুঁজিবাদ রয়ে গেছে, যারা প্রতিনিয়ত চক্রান্ত চালিয়ে গেছে সমাজ তান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে।