11/12/2024 : 8:59 AM
আমার দেশ

শুরু হচ্ছে রাইস মিল মেসিনারীর আন্তর্জাতিক প্রদর্শনী বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – সেখ নূরুল হুদা, বর্ধমান, ৯ নভেম্বর ২০২৪ :


বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায় কঙ্কালেশ্বরী কালীবাড়ী মন্দিররে ময়দানে বর্ধমান জেলা রাইস মিলস্ এ্যাসোসিয়েশন এর পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে রাইস মিল মেসিনারীর ২৯ তম আন্তর্জাতিক প্রদর্শনী।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বর্ধমান জেলা রাইস মিলস্ এ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক বলেন আগামী ১৫-১৭ নভেম্বর ২০২৪  আন্তর্জাতিক মানের এই প্রদর্শনী আয়োজন করা হবে। মেলায় থাকবে নতুন দেশী-বিদেশী প্রযুক্তি সমৃদ্ধ বিভিন্ন সংস্থার শিল্প সামগ্রী এবং প্রদর্শনীর স্টল।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা রাইস মিলস্ এ্যাসোসিয়েশন এর এ্যাসোসিয়েশনের সম্পাদক অদ্বৈত খাঁ, মেলা আয়োজকদের তরফে বিবেক গুপ্তা।

Related posts

“অস্পৃশ্য” স্পর্শে রচিত ভারতীয় সংবিধানঃ আম্বেদকরের জন্মদিনে ভারতবাসীর দায়িত্ব

E Zero Point

যাত্রীবাহী এবং শহরতলীর ট্রেন পরিষেবা পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বাতিল থাকছেঃ রেলমন্ত্রক

E Zero Point

জৈব কৃষিকাজের এলাকাগুলিকে চিহ্নিত করে কৃষিকাজ হাব তৈরি করা হবে

E Zero Point

মতামত দিন