27/04/2024 : 10:31 AM
অন্যান্য

গুসকরায় তৃণমূল নেত্রীর উদ্যোগে পানীয় জলের পাম্প মেরামত

পরাগজ্যোতি ঘোষ, গুসকরাঃ গতকাল গুসকরার তৃণমূল নেত্রী মল্লিকা চোঙদারের নেতৃত্বে বিদ্যাসাগর মেমোরিয়াল হল এর পাম্প হাউস টি সারাইয়ের কাজ সম্পন্ন হলো। গত তিনদিন ধরে চোঙদারপাড়া, সংহতি পল্লী, শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক জল কষ্টের সৃষ্টি হয়। যে ট্যাংকটি থেকে ওই এলাকাগুলিতে পানীয় জল সরবরাহ হয় খারাপ হয়ে পড়ে। তৃণমূল নেত্রীর উদ্যোগে গতকাল মেরামতের ব্যবস্থা করা হয় । এ বিষয়ে মাননীয় নেত্রী জানান মানুষের দুঃখ কষ্ট তাকে বড় কষ্ট দেয়। তাই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তিনি শ্রমিকদের জোগাড় করেন এবং সারাইএর ব্যবস্থা করেন । এই লক ডাউন এ যেখানে এমনিতেই সন্ধ্যা ছয়টার পর জরুরি অবস্থা জারি আছে সে ক্ষেত্রে তিনদিন ধরে পানীয় জলের এই কষ্ট তাকে ভাবিয়ে তুলেছিল । এই কদিন মানুষজনেরা কোথা থেকে পানীয় জল পাচ্ছিলেন প্রশ্ন করলে তিনি জানান সিলিন্ডার কল থেকেই তারা পানীয় জল নিচ্ছিলেন। কিন্তু সর্বত্র সিলিন্ডার কলের ব্যবস্থা বর্তমানে চোখে পড়ে না । তাই সমস্যা যে একটা বড় আকার নিচ্ছিল সেটা তাকে নাড়া দেয়। তাই নিজস্ব উদ্যোগে তিনি দাঁড়িয়ে থেকে এই ট্যাংকটি সারানোর ব্যবস্থা করেন। যদিও সংহতি পল্লীর কিছু কিছু অংশে এখনো ঠিকঠাক পানীয় জল যাচ্ছে না এমন অভিযোগ উঠেছে। নেত্রী জানান এইটুকু সমস্যার আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে । এলাকার মানুষজন জনগণ জনদরদি নেত্রীকে সাধুবাদ জানিয়েছেন।

Related posts

করোনায় আক্রান্ত ব্যক্তির খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামটিকে পুলিশ সিল করে দিল

E Zero Point

অভিনব পদ্ধতিতে মেমারি পুলিশের লকডাউন সচেতনতা

E Zero Point

মহারাষ্ট্রের পর বিহার, করোনায় প্রাণ গেল ৩৮ বছরের তরুণের, ভারতে মোট ৬ জন

E Zero Point

মতামত দিন