21/09/2023 : 1:55 AM
অন্যান্য

‘মাটির সৃষ্টি’ – গ্রাম অঞ্চলের অর্থনীতিকে স্বনির্ভর করবে রাজ্য সরকারের নতুন প্রকল্পঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিবেদনঃ  রাজ্যের অর্থনীতি নির্ভর করছে গ্রামীণ বাংলার উপরে। সেই গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে ‘মাটির সৃষ্টি’ নামে নতুন প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার।

”গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে জেলার জমি রুক্ষ। ফলে চাষ করার জন্য উপযোগী নয়। ৫০ হাজার একর পতিত জমি কাজে লাগানোর জন্য মাটির সৃষ্টি। স্থানীয় চাষিদের ১০ থেকে ২০ একর করে পতিত জমির সঙ্গে সরকারি খাস জমি যুক্ত করে  তৈরি হবে মাইক্রো সাইট। সেখানেই  সমবায়ের মাধ্যমে পণ্য উৎপাদন করা হবে। রাজ্যের দাবি, এই প্রকল্পের ফলে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে। আগামী দিনে গোটা দেশেরই রোডম্যাপ হতে চলেছে এই প্রকল্প।”

‘মাটির সৃষ্টি’ প্রকল্পে কোন ঠিকদদার নিয়োগ করা হবে না, ১০০ দিনের কাজের মাধ্যমে স্থানীয় মানুষ ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাতে হবে বলে নির্দেশ দেওয়া হয় জেলা শাসকদের।

Related posts

গলসি থানার খানোয় ঈষানচন্ডী মন্দিরে পূজার আয়োজন

E Zero Point

লকডাউন ২.০ – যাত্রবাহী ট্রেন চলবে না ৩ মে পর্যন্তঃ ভারতীয় রেল

E Zero Point

লকডাউনে সদা তৎপর মঙ্গলকোট ব্লক

E Zero Point

মতামত দিন