26/04/2024 : 2:42 AM
অন্যান্য

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১

আজ থেকে শুরু হল জিরো পয়েন্ট এর একটি কুইজের বিভাগ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা”। প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা-১
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


কুইজের খোঁজ খবর-১

আজ মার্ক জুকেরবার্গের জন্মদিন। পৃথিবীর সবথেকে বড় ও জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট ‘ফেসবুক’ এর অন্যতম প্রতিষ্ঠাতা আজ পা দিলেন ৩৬ বছরে। নিউইয়র্কের বাসিন্দা মার্ক হাভার্ড ইউনিভার্সিটির ছাত্রাবস্থায় যে সোশাল নেটওয়ার্কিং সার্ভিস শুরু করেন তা তাঁকে ২০০৭ সালে মাত্র ২৩ বছর বয়সে করে তোলে পৃথিবীর কনিষ্ঠতম বিলিয়নেয়ার।


আজকের বিষয়ঃ সোশাল নেটওয়ার্কিং সাইট
১। ফেসবুকের জন্ম কবে?
– ৪ঠা ফেব্রুয়ারি, ২০০৪।
২। জুকেরবার্গের সাথে আর কারা ছিলেন ফেসবুক প্রতিষ্ঠার কাজে?
– এডুয়ার্ডো সাভেরিন, অ্যান্ড্রু ম্যাককলাম, ডাস্টিন মস্কোভিচ ও ক্রিস হিউজ।
৩। ফেসবুকের সদর দপ্তর কোথায়?
– মেনিও পার্ক, ক্যালিফোর্নিয়া
৪। Snapchat অ্যাপের প্রথমে কি নাম ছিল?
– Picaboo
৫। Whatsapp-এ সর্বোচ্চ কত mb-র ফাইল পাঠানো যায়?
– ১৬ এমবি
৬। Twitter-এর অফিসিয়াল ম্যাসকট যে পাখিটি তার কি নাম?
– ল্যারি ( Larry)
৭। ইনস্টাগ্রামে সবথেকে বেশি জিওট্যাগ করা হয় কোন শহরকে?
– নিউ ইয়র্ক
৮। জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট Orkut কবে অফিসিয়ালি বন্ধ হয়ে যায়?
– ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪
৯। myspace- এর সদর দপ্তর কোথায়?
– বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া
১০। ফেসবুক কবে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের কথা ঘোষণা করে?
– ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪

কুইজ প্রতিযোগিতা-১


পাঠকের জন্য প্রশ্নঃ

GIF সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে বহুল ব্যবহৃত একটি শব্দ। এর পুরো কথা কি?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

মেমারিতে লকডাউন অমান্য করায় ১১জন কে আটক করল পুলিশ

E Zero Point

করোনার রিপোর্ট তলব হাইকোর্টের

E Zero Point

দিল্লীর দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ মেমারিতে

E Zero Point

মতামত দিন