30/10/2024 : 3:15 AM
অন্যান্য

মনুষ্যজীবনের জন্যই জগতের নাথ – ভগবান জগন্নাথ রথের সময় থাকবেন পুরীর মন্দিরেই

সারথী দেশমুখ, পুরীঃ বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে দেশব্যাপী চলছে লকডাউন। বিজ্ঞান করছে তার প্রতিকারের ব্যবস্থা আর ধর্ম নীরবে করছে সাধনা, মানুষে আত্মিক শক্তির যোগান দিয়ে চলেছে নীরবে। মানুষের জন্যই ধর্ম তাই ২৮৪ বছরে ইতিহাসে জগন্নাথ ধাম পুরীতে এই প্রথমবারের মত বার্ষিক রথযাত্রা, পুরীর পথে স্থগিত রাখা হবে।

অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে যে রথে চড়ে জগন্নাথ দেব পথে নামেন, তা তৈরি করা শুরু হয়। পুরীর মন্দির চত্বরেই প্রতিবছর ওই রথ তৈরি করা হয়। কিন্তু এবছর এখনও তা শুরু করা যায়নি। রথযাত্রা, যা বিশ্বজুড়ে প্রায় দশ লক্ষ মানুষ পুরীর গ্র্যান্ড রোডে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রা – এই তিন দেবদেবীর রথ (রথ) টেনে দেখেন। কিন্তু বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ওডিশার আইনমন্ত্রী জানিয়েছেন, লকডাউন উঠলে রথ তৈরি করা গেলেও রাস্তায় তা নামবে না। পুরীর জগন্নাথ মন্দির কমিটিও জানিয়ে দেয়, এই মুহূর্তে মানুষ ও দেশের কথা আগে ভাবতে হবে। মানুষের বেঁচে থাকার কথা ভাবতে হবে। তাই মন্দিরের ভিতরেই হবে এই বছরের রথযাত্রা।

 

Related posts

বর্ধমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে স্বামীজির পৈতৃক ভিটে

E Zero Point

হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালত বন্ধ ১৫ মে অবধি

E Zero Point

মেমারির সিমলা গ্ৰামের অসহায় মানুষের পাশে ক্রিষ্টাল মডেল স্কুল

E Zero Point

মতামত দিন