30/10/2024 : 4:59 AM
অন্যান্য

রাজ্য সরকার কনটেনমেন্ট জোন ঘোষণা করল, দুই বর্ধমান অরেঞ্জ জোনে

বিশেষ সংবাদদাতা, কলকাতাঃ গত কাল রাজ্যসরকার কোথায় কত কনটেনমেন্ট জোন আছে তার তালিকা প্রকাশ করেছে। সংক্রমনের নিরিখে সবথেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চার জেলা। কলকাতা, উত্তর ২৪পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর- এগুলো রেড জোন হিসাবে চিহ্নিত

-অরেঞ্জ জোন এর মধ্যে রয়েছে ১১ জেলা। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান,কালিম্পং,নদীয়া,জলপাইগুড়ি, দার্জিলিং মুর্শিদাবাদ এবং মালদা।

-আপাতত সুরক্ষিত বা গ্রিন জোনের মধ্যে রয়েছে রাজ্যের ৮জেলা। এইসব জেলায় বিগত ২১ দিনে কোন সংক্রমনের খবর মেলেনি।এই তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম।

জেলাওয়াড়ি কনটেনমেন্ট জোনের সংখ্যার নিরিখে শীর্ষে আছে রাজধানী কলকাতা। এখানে কনটেনমেন্ট জোনের সংখ্যা ২২৭। এর পরে আছে উত্তর ২৪ পরগণা। এখানে ১৭ টি ব্লক/পুরোসভা এলাকায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ৫৭। এর পরেই রয়েছে হাওড়া। জেলার গ্রামীণ ও শহর এলাকা মিলিয়ে এখানে ৫৬টি ব্লক/ওয়ার্ড কনটেনমেন্ট জোনের তালিকায় রয়েছে।করোনা সংক্রমের নিরিখে রেড জোনে আছে পূর্ব মেদিনীপুরও। ওই জেলায় ৮ পুরসভা এলাকা মিলিয়ে কনটেনমেন্ট জোনের সংখ্যা শতাধিক।

Related posts

রক্ত সংকট মেটাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারে রক্তদান শিবির

E Zero Point

নারী দিবসে মেন লাইনে ট্রেন চালাবে মহিলারা

E Zero Point

কোভিড-১৯ মোকাবিলা নিয়ে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ ভাষণ

E Zero Point

মতামত দিন