12/02/2025 : 9:41 PM
অন্যান্য

পূর্ব বর্ধমানে রেশন কার্ডের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ করোনার প্রকোপে লকডাউনের পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরা বার বার অভিযোগ করছেন মানুষ রেশন পাচ্ছে না ঠিক মত করে। এবার অভিযোগ উঠল রেশন কার্ডের জন্য। গত ২৭ এপ্রিল বর্ধমানের খাদ্য দপ্তরের সামনে সাধাররণ কিছু মানুষ রেশন কার্ডের দাবিতে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ, বার বার আবেদন করেও তাঁরা ডিজিটাল রেশন কার্ড পাননি। আবেদনকারীদের দপ্তর থেকে খাদ্য কুপণ দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি। ফলে হয়রানির শিকার হতে হচ্ছে । রেশন কার্ড না থাকায় রেশনে দেওয়া সামগ্রী তাঁরা তুলতে পারছেন না। পরে বর্ধমান থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে একদিকে লকডাউন মানার কথা বলা হচ্ছে কিন্তু সরকার বা প্রশাসনিক দপ্তর থেকে সহযোগিতা যদি না পাওয়া যায়, তার ফল স্বরুপ লকডাউন ভেঙে সামাজিক দূরত্বের কথা ভুলে মানুষ এইভাবে পথে নামতে থাকলে করোনা সংক্রমণ কি আটকানো যাবে?

Related posts

লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দোকানে মেমারিতে এই ভাবেই ব্যবস্থা করা হোক

E Zero Point

আমফান- এর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত সেবাশ্রম সংঘ

E Zero Point

আমাদপুর গ্রামে ইফতার সামগ্রী প্রদান

E Zero Point

মতামত দিন