24/03/2023 : 11:46 AM
অন্যান্য

রেলওয়ে ষ্টেশনে মেমারি থানা থেকে অসহায় মানুষদের খাওয়ানো হল

বিশেষ সংবাদদাতা, মেমারিঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় মেমারি পুলিশের কঠোর রূপ যারা দেখেছেন, তাদের জন্য মেমারি পুলিশের দ্বিতীয় সেবামূলক রূপ দেখে নিন।  মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর উদ্দ্যোগে মেমারি রেলওয়ে ষ্টেশনে থাকা অসহায় মানুষদের খাওয়ানো হল। আজ রাতে পুলিশের একটি টিম এধরনের সেবামূলক কাজ এইঅসহায় মানুষদের মুখে হাসির রেখা এনে দেয়। নিত্যযাত্রীদের দানে এরা তাদের পেট চালায় কিন্তু করোনার প্রভাবে ট্রেনচলাচল বন্ধ। মেমারি থানা থেকে জানানো হয় যতদিন না লকডাউন উঠছে এই ভাবে তাদের সেবা করে যাবেন।

মেমারি থানাতে খাবারের প্যাকেট বানানো হচ্ছে। ছবিঃ নূর আহমেদ 

 

Related posts

উত্তরবঙ্গে প্রথম মৃত্যু ভাইরাসে আক্রান্ত মহিলার | রাজ্যে আক্রান্ত ২২, মৃত-২ | দেশে আক্রান্ত-১১৬০ মৃত-৩১

E Zero Point

প্রত্যেক জেলায় নোডাল অফিসার নিয়োগ করলেন, করোনা পরিস্থিতির মোকাবিলা নজরদারি করতে

E Zero Point

ভারতের কাছেই হাইড্রক্সিক্লোরোকুইন চাইল পাকিস্তান

E Zero Point