বিশেষ সংবাদদাতা, মেমারিঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় মেমারি পুলিশের কঠোর রূপ যারা দেখেছেন, তাদের জন্য মেমারি পুলিশের দ্বিতীয় সেবামূলক রূপ দেখে নিন। মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর উদ্দ্যোগে মেমারি রেলওয়ে ষ্টেশনে থাকা অসহায় মানুষদের খাওয়ানো হল। আজ রাতে পুলিশের একটি টিম এধরনের সেবামূলক কাজ এইঅসহায় মানুষদের মুখে হাসির রেখা এনে দেয়। নিত্যযাত্রীদের দানে এরা তাদের পেট চালায় কিন্তু করোনার প্রভাবে ট্রেনচলাচল বন্ধ। মেমারি থানা থেকে জানানো হয় যতদিন না লকডাউন উঠছে এই ভাবে তাদের সেবা করে যাবেন।
মেমারি থানাতে খাবারের প্যাকেট বানানো হচ্ছে। ছবিঃ নূর আহমেদ