30/10/2024 : 4:48 AM
অন্যান্য

রেলওয়ে ষ্টেশনে মেমারি থানা থেকে অসহায় মানুষদের খাওয়ানো হল

বিশেষ সংবাদদাতা, মেমারিঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় মেমারি পুলিশের কঠোর রূপ যারা দেখেছেন, তাদের জন্য মেমারি পুলিশের দ্বিতীয় সেবামূলক রূপ দেখে নিন।  মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর উদ্দ্যোগে মেমারি রেলওয়ে ষ্টেশনে থাকা অসহায় মানুষদের খাওয়ানো হল। আজ রাতে পুলিশের একটি টিম এধরনের সেবামূলক কাজ এইঅসহায় মানুষদের মুখে হাসির রেখা এনে দেয়। নিত্যযাত্রীদের দানে এরা তাদের পেট চালায় কিন্তু করোনার প্রভাবে ট্রেনচলাচল বন্ধ। মেমারি থানা থেকে জানানো হয় যতদিন না লকডাউন উঠছে এই ভাবে তাদের সেবা করে যাবেন।

মেমারি থানাতে খাবারের প্যাকেট বানানো হচ্ছে। ছবিঃ নূর আহমেদ 

 

Related posts

করোনার রিপোর্ট তলব হাইকোর্টের

E Zero Point

দিল্লীর দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ মেমারিতে

E Zero Point

খড়্গপুরে করোনা আক্রান্ত ৬ আরপিএফ কর্মী সুস্থ

E Zero Point