বিশেষ সংবাদদাতা, রসুলপুরঃ লকডাউনের দুঃসময়ে মানুষের পাশে থাকার মন্ত্র নিয়ে এগিয়ে এল পূর্ব বর্ধমান জেলার রসুলপুরের ৩২ বছরের সাংস্কৃতিক পীঠস্থান সাহেববাগান সবুজ সংঘ। যে কোন সাংস্কৃতিক মনোজ্ঞ ব্যক্তির কাছে রসুলপুর মানেই সাহেববাগান সবুজ সংঘ। সারা বাংলা জুড়ে সাংস্কৃিতক প্রতিযোগিতায় হোক কিংবা রক্তদান শিবির সাহেববাগান সবুজ সংঘের প্রতিটি কর্মকান্ড নিখুঁত পরিকল্পনা মাফিক। দেশের এই অস্থির আতঙ্কের পরিস্থিতিতে সংঘের সদস্যরা তাই লকডাউনে ঘরে বসে না থেকে এগিয়ে এল সাধারণ মানুষের জন্য। প্রথমদফায় তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ইমারজেন্সি রিলিফ ফান্ডে একটা ছোট্ট যোগদান করলেন ও আরও বেশি করে কিভাবে যোগদান রাখা যায় তার প্রচেষ্টা করছেন। এরপর সাহেববাগান ও রসুলপুরের আরও কয়েকটি এলাকায় মোট ৫৩টি পরিবারকে চাল আলু ডাল নুন সাবান বিস্কুট পৌঁছে দেন সাহেববাগান সবুজ সংঘের সদস্যরা।