11/12/2024 : 8:42 AM
অন্যান্য

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৬

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৬

আমরা আজ থেকে প্রতিদিন সকাল ১০টায় পোষ্ট করব “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা”। প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে। আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


কুইজ প্রতিযোগিতা-৫- উত্তর

প্রশ্নঃ ৩রা মে উড়িষ্যার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। বাতাসের গতি ছিল ঘন্টায় ১৮৫ কিমি। ফণী নামটি কোন দেশের দেওয়া?
উত্তরঃ – বাংলাদেশ।

সঠিক উত্তরদাতা

পৌলমী রায়, নিউ দিল্লীপূর্ণিমা দাস, রসুলপুর, পূ্র্ব বর্ধমানগোপা মিত্র সিংহ, মেমারি, বর্ধমানসুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানফজলুর রহমান, সালার,  মুর্শিদাবাদঅপর্ণা সূত্রধর, মুর্শিদাবাদ সোনালী সেন কাবাসি, রসুলপুর, বৈদ্যডাঙাসেখ কেরামত আলি, রসুলপুর, পূর্ব বর্ধমানসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-৬

১৯০৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর বিশিষ্ট বাংলা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। ৪৮ বছরের জীবনকালের অনেকটাই কেটেছে অসুস্থতা ও অর্থকষ্টে। তারই মধ্যে লিখেছেন ৩৬ টি উপন্যাস ও ২৫০-র কাছাকাছি ছোট গল্প। পদ্মানদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, শহরতলি, চতুষ্কোণ -র মত সৃষ্টি বাঙালি পাঠকের মনে তাঁর স্থান অমর করে রেখেছে।

আজকের বিষয়ঃ মানিক বন্দ্যোপাধ্যায়


১। ব্রিটিশ ভারতের বিহার রাজ্যের সাঁওতাল পরগনার একটি ছোট শহর দুমকায় মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম। দুমকা বর্তমানে কোন রাজ্যে?
– ঝাড়খণ্ড

২। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি?
– প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়

৩। তাঁর পিতামাতার নাম কি?
– হরিহর বন্দ্যোপাধ্যায় ও নীরোদা দেবী।

৪। কোলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞান শাখায় স্নাতক হন। তাঁর বিষয় কি ছিল?
– অঙ্ক

৫। কোন গল্পের মাধ্যমে মানিক বন্দ্যোপাধ্যায় আত্মপ্রকাশ করেন?
– অতশী মামী, বিচিত্রা পত্রিকায় ১৯২৮ সালে।

৬। কোন দুই মহান ব্যক্তির দর্শন তত্ত্ব মানিক বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হন?
– কার্ল মার্ক্স ও সিগমন্ড ফ্রয়েড।

৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা দুই উপন্যাস পদ্মানদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা একই বছরে প্রকাশিত হয়। কোন সালে?
– ১৯৩৬

৮। মানিক বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক দলে যোগ দেন?
– ভারতীয় কমিউনিস্ট পার্টি (১৯৪৪ সালে)

৯। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একমাত্র নাটক কোনটি?
– ভিটেমাটি (১৯৪৬)

১০। গুরুতর অসুস্থ অবস্থায় মানিক বন্দ্যোপাধ্যায় ১৯৫৬ সালের ২রা ডিসেম্বর হসপিটালে ভর্তি হন ও ৩রা ডিসেম্বর পরলোকগমন করেন। কোন হসপিটাল?
– নীলরতন হসপিটাল, কোলকাতা

কুইজ প্রতিযোগিতা-৬


পাঠকের জন্য প্রশ্নঃ

পদ্মানদীর মাঝি উপন্যাস অবলম্বনে ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের জন্য পরিচালক জাতীয় পুরস্কার পান। পরিচালকের নাম কি?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

জনস্বাস্থ্য সুরক্ষায় রোজার ভূমিকা

E Zero Point

ধারাবাহিক গল্পঃ নীভা থেকে নীভাদেবী হয়ে ওঠার কাহিনী (প্রথম পর্ব) ~ সুতপা দত্ত

E Zero Point

করোনা ভাইরাস মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল গড়ল রাজ্য সরকার

E Zero Point

মতামত দিন