18/09/2024 : 7:18 PM
অন্যান্য

দেশে ১ লাখ ছাড়িয়ে গেল করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনার গ্রাসে ৪,৯৭০ জন

বিশেষ প্রতিবেদনঃ গত ২৪ ঘণ্টায় করোনার   গ্রাসে ৪,৯৭০ জন, সব মিলিয়ে সংক্রমিত ১ লক্ষের বেশি; এখনও পর্যন্ত করোনা ভাইরাসের ছোবলে মৃত্যু হয়েছে ৩,১৬৩ জনের। দেখতে দেখতে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১,০১,১৩৯ জন। কোভিড- ১৯  এর কারণে গত একদিনে মারা গেছেন ১৩৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে এখনও পর্যন্ত ৩৯,০০০ এরও বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন।

গত বছরের ডিসেম্বর মাসে চিনের উহান প্রদেশে প্রথম এই রোগটির প্রাদুর্ভাব ঘটে। পরবর্তীকালে সেখান থেকেই ভয়ঙ্কর সংক্রামক করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারী রূপে দেখা দেয়। এই মহামারীর মোকাবিলায় ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন জারি করা হয়, বর্তমানে তার চতুর্থ ধাপ চলছে। তবে লকডাউন ৪.০ তে কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সংক্রমণ কম আছে এমন এলাকায় বাস ও অটো সহ বিভিন্ন গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সবই করতে হবে সামাজিক দূরত্ব রাখার নির্দিষ্ট নিয়ম মেনেই। ফলে খুবই অল্পসংখ্যক যাত্রী নিয়ে চলাচল করছে বিভিন্ন সরকারি-বেসরকারি বাস।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সোমবারই জানায় যে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা মোকাবিলায় তাও ভালো জায়গায় রয়েছে ভারত। কেননা আন্তর্জাতিক হিসাবে যেখানে প্রতি এক লক্ষ লোকে গড়ে ৬০ জন করে করোনা আক্রান্ত হয়েছে, সেখানে ভারতে ৭.১ জন আক্রান্ত ওই মারণ রোগে। স্বাস্থ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, “এ পর্যন্ত করোনা রোধে যেসব আক্রমণাত্মক এবং প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে ভালো ফল মিলেছে”।

এদিকে যেসমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্য থেকে বাড়িতে পৌঁছে গেছেন তাঁদের ৭ দিনের মধ্যে করোনা টেস্ট করা দরকার, জানিয়েছে সরকার। করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে নোডাল সংস্থা – ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চও জানিয়েছে যে যাঁদের শরীরে ওই রোগের লক্ষণ দেখা দেওয়ায় করোনা টেস্ট করা হয়েছে কিন্তু এখনও সেই পরীক্ষার ফলাফল আসেনি, তাঁদেরও অবিলম্বে কিছু চিকিৎসা সহায়তা দেওয়া উচিত।

এক নজরে দেখে নেওয়া যাক দেশের করোনা চিত্রঃ

স্থান নিশ্চিত আক্রান্ত কতজনের মৃত্যু রোগ সারিয়ে সুস্থ
মহারাষ্ট্র 35,058 
1,249 
8,437 
তামিলনাড়ু 11,760 
81 
4,406 
গুজরাত 11,745 
694 
4,804 
দিল্লি 10,054 168 
4,485
রাজস্থান 5,507 
138 
3,218 
মধ্যপ্রদেশ 5,236 
252 
2,435
উত্তরপ্রদেশ 4,605 
118 2,783
পশ্চিমবঙ্গ 2,825 
244 1,006
অন্ধ্রপ্রদেশ 2,474 
50 1,552
পাঞ্জাব 1,980 
37 1,547
তেলাঙ্গানা 1,597 
35 1,000
বিহার 1,391 
9 494
জম্মু্ ও কাশ্মীর 1,289 
15 609
কর্ণাটক 1,246 
37 530
হরিয়ানা 928 
14 598
ওড়িশা 876 
4 220
কেরল 630 
4 497
ঝড়খণ্ড 223 3 113
চণ্ডীগড় 196 
3 54
ত্রিপুরা 167 0 85
অসম 107 
2 41
ছত্তিশগড় 93 
0 59
উত্তরাখণ্ড 93 
1 52
হিমাচল প্রদেশ 90 
3 44
লাদাখ 43 0 41
গোয়া 38 
0 7
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 33 0 33
পন্ডিচেরী 18 
1 9
মেঘালয়ের 13 1 11
মণিপুর 7 0 2
অরুণাচল প্রদেশ 1 0 1
দাদ্রা নগর হাভেলি 1 0 0
মিজোরাম 1 0 1

Related posts

করোনাভাইরাসের বিরুদ্ধে প্রকৃত যোদ্ধারা মাঠে থেকে পরিষেবা দিচ্ছেন

E Zero Point

মেমারির গর্ব বঙ্গ কন্যা দিগন্তিকার বিশেষ মাস্কে কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রালয়ের সীলমোহর

E Zero Point

মঙ্গলকোটে লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ও মাস্কও পড়ছেন না কাজের সময়

E Zero Point

মতামত দিন