করোনার জেরেই স্থগিত হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৷ পরীক্ষার পরবর্তী সূচি জানানো হবে ১৫ এপ্রিলের পরে ৷ গত ১২ মার্চ থেকে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ সংসদ সূত্রে জানা গিয়েছে যে যে পরীক্ষাগুলি হয়েছে সেই পরীক্ষাগুলি যথাযথ হিসাবেই থাকছে, বাকি দিনের পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানানো হবে এমনটাই জানা গিয়েছে ৷
পূর্ববর্তী পোস্ট