01/12/2023 : 8:21 AM
অন্যান্য

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কেতুগ্রামের করোনা আক্রান্ত মহিলা

বিশেষ প্রতিনিধিঃ  আজ পরপর দুটি করোনা আক্রান্তের ঘটনা পূর্ব বর্ধমান জেলায় ঘটেছে। আতঙ্কের এই পরিবেশে স্বস্তির খবর নিয়ে এলো পূর্ব বর্ধমানের কেতুগ্রামের করোনা আক্রান্ত মহিলা। উক্ত স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হয়ে গত ১২ তারিখে দুর্গাপুরের সনোকা করোনাা হাসপাতালে ভর্তি হন। তিনি কলকাতায় কর্মরতা ছিলেন। সুস্থ হয়ে যাওয়ায় গত শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। হাসপাতালের পক্ষ থেকে তার হাতে উপহার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য কেতুগ্রাম ১ ব্লকের বাদশাহী রোডের পালিটা অঞ্চলের রতনপুর গ্রামের বাসিন্দা উক্ত মহিলা স্বাস্থ্য কর্মী কলকাতার রাজারহাটে কর্মসূত্রে থাকতেন । ওই মহিলার সংস্পর্শে আসা  পরিবারের তিন জনকে বর্ধমানের কোয়ারিন্টনে পাঠানো হয়েছে তাদের রিপোর্ট এখনো জানা যায়নি। তবে রতনপুর গ্রাম ২১ দিনের জন্য কনটেন্টমেন্ট জোন  হিসাবেই থাকবে এবং উক্ত মহিলা  হোম কোয়ারান্টিনে থাকবেন।

 

Related posts

মে’র শেষে করোনার কামড় বাড়বে, অনুমান কেন্দ্রের

E Zero Point

মেমারিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ব্যবসায়ী

E Zero Point

পূর্ব বর্ধমানের পালসিটে হাইরোডে বাস অ্যাক্সিডেন্ট

E Zero Point

মতামত দিন