24/05/2024 : 10:38 AM
অন্যান্য

ইটাচুনা চক্রের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির খাদ্য সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার, পান্ডুয়াঃ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার পাণ্ডুয়া জোনের অন্তর্গত ইটাচুনা চক্রের উদ্যোগে আজ ওড়ারডাঙ্গা, দাবরা, রামেশ্বরপুর, চাঁদপুর অঞ্চলের প্রায় ৬০টি দুঃস্থ অসহায় অভিভাবক পরিবারের হাতে ডাল, তেল, সোয়াবিন, চিড়ে সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তৈরি ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জয়দেব ঘোষ, জেলা কমিটির নেতৃত্ব সুনীল বাস্কে, অশোক দাস,গৌরাঙ্গ বাহক, চক্র সম্পাদক করণ মুর্মু, রুহুল আমিন, সুভাষ মালিক, সৌমি ভট্টাচার্য্য, গৌতম মৃধা সহ শিক্ষক নেতৃত্ব । আজ শুরু হলো আগামী দিনে এমন কাজ চলবে বলেই জানান চক্র সম্পাদক।

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সুভাষ চন্দ্র মালিক জানান, লকডাউনের প্রথম দিন থেকেই গরীব ও নিম্নবিত্ত মানুষেরা কাজ হারিয়েছেন। তার উপর আমাফানের তান্ডবে মানুষ দিশেহারা। এমতাবস্থায় বর্তমান শিক্ষক ও প্রাক্তণ শিক্ষকদের সহায়তায় এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Related posts

লকডাউনে মেমারিতে আবার পুলিশি অভিযান, আটক ২০ জন

E Zero Point

ভারতে আটকে পড়ার বিষয়ে পোর্টালে প্রথম ৫ দিনে ৭৬৯ জন বিদেশী পর্যটকের নাম নথিভুক্তকরণ

E Zero Point

অরণ‍্যদেব কথা-৩

E Zero Point

মতামত দিন