আহাম্মদ মির্জা, জামালপুরঃ করোনা সংক্রমণের জেরে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এবং করোনার পাশাপাশি আমফানের দাপটেও বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। এই সংকটময় পরিস্থিতি তে অসহায় ভাবে দিন কাটাচ্ছে অনেক গরীব মানুষ। সেই অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলো জোতশ্রীরাম অঞ্চলের প্রতিভা মহিলা স্বয়ম্ভর গোষ্ঠী। আজ তারা জোত শ্রীরাম অঞ্চলের বিভিন্ন গ্রামের সকল সম্প্রদায়ের ৩৫০ জন অসহায় মানুষের হাতে ঈদ উপলক্ষে সিমুই, তেল, বিস্কুট, মুড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন। উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক এবং জোতশ্রীরাম পঞ্চায়েতের প্রধান আরিফা বিবি, বিশিষ্ট সমাজসেবী তাবারক আলি মন্ডল, স্বয়ম্ভর গোষ্ঠীর দলনেত্রী কবিতা বাগ সহ অন্যান্যরা।
পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন এই স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের ধন্যবাদ জানান এই সময়ে মানুষের পাশে থাকার জন্য।
ভূতনাথ মালিক বলেন ব্লকের অনেক মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীসহ অনেকেই এই সময়ে অসহায় মানুষের পাশে নানা ভাবে দাঁড়াচ্ছেন। তাদের সকলকেই তিনি ধন্যবাদ জানান।