05/06/2023 : 7:22 PM
অন্যান্য

করোনা আতঙ্ক নয়, লাভ! মেমারিতে গ্রেপ্তার দুই অসাধু ব্যবসায়ী

নূর আহমেদ, মেমারিঃ সারা বিশ্ব করোনা আতঙ্কে ভীত। সকলের চিন্তা কি করে বাঁচবো এই প্রকোপ থেকে কিন্তু কিছু মানুষ আছে যারা স্বার্থান্বেষী, নিজেদের লাভের অঙ্কটা ভালো বোঝেন। গতকাল জিরো পয়েন্টে প্রকাশিত মেমারি শহরে কালোবাজারী রুখতে পুলিশের অভিযান সংবাদ করেছিল। আর আজ মেমারি শহরে দুই অসাধু ব্যাবসায়ীকে গ্রেপ্তার করল মেমারি পুলিশ।

মেমারি স্টেশনবাজার স্থিত ধনঞ্জয় ঘোষের দোকান থেকে ৫৯০ বস্তা চাল উদ্ধার করল পুলিশ। তথ্যসূত্রে জানা যায় করোনা আতঙ্কের লাভ ওঠাতে মজুত রাখা হয়েছিল। আজ তাকে বর্ধমান আদালতে তোলা হবে।

অন্যদিকে মেমারি নতুন বাসস্ট্যান্ড স্থিত একটি পোষাকের দোকান থেকে ৩০০ পিস মাস্ক উদ্ধার করে পুলিশ। যেগুলো বাজারমূল্যের থেকে অনেক বেশি ৭০/৮০টাকায় বিক্রি হচ্ছিল। সুখময় ঘোষ নামক এই অসাধু ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করে আজই বর্ধমান আদালতে পেশ করা হবে।

মেমারি পুলিশের এই ধরনের অভিযান অবশ্যই অভিনন্দনযোগ্য। মেমারি শহরের জনতাকে আমাদের জিরো পয়েন্ট থেকে অনুরোধ এইধরনের কালোবাজারীর খবর থাকলে পুলিশকে জানান ও আমাদের ছবিসহ পাঠান, দেশের এই পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীদের মুখোশ সকলের সামনে আসুক।

Related posts

করোনা ভাইরাসের উত্তরোত্তর বৃদ্ধি, তবু হুঁশ ফেরেনি কালনার আমজনতার

E Zero Point

মেমারি সুলতানপুর স্পোর্টিং ক্লাবের বস্ত্রদান

E Zero Point

আউশগ্রামে বিধায়কের বৃক্ষরোপন

E Zero Point