06/06/2023 : 8:03 AM
অন্যান্য

গুসকরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী দান

সৌগত গুপ্ত, গুসকরাঃ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আউশগ্রাম বিধানসভার পর্যবেক্ষক, অনুব্রত মন্ডল মহাশয় এর উদ্যোগে এবং বিধায়ক অভেদানন্দ থান্দার মহাশয় এর সহযোগিতায়, পূর্ব বর্ধমান জেলার, আউশগ্রাম বিধানসভার গুসকরা পৌরসভার ১নং ,২নং, ৩নং, ৭নং,১৩নং এবং ১৫নং ওয়ার্ডের মোট ৬০০টি বিপর্যস্ত পরিবারের হয়ে খাদ্য সামগ্রী বিধায়ক অভেদানন্দ থান্দার এর কাছ থেকে সংগ্রহ করেন গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কুশল মুখোপাধ্যায় এবং বিপর্যস্ত পরিবারের কাছে যাতে অতি দ্রুততার সাথে এই এান সামগ্রী পৌঁছায় তার নির্দেশ দিলেন বিধায়ক । আজ সামাজিক দূরত্ব বজায় রেখে গুসকরা ৫নং ওয়ার্ডে ইটাচাঁদা সাথী সংঘ এর উদ্যোগে ১৫০ টি বিপর্যস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক, অভেদানন্দ থান্দার জানালেন ক্লাবের সভাপতি মহব্বত মল্লিক ও সম্পাদক মুজিবর সেখ এবং আউশগ্রাম ২নং ব্লকের রামনগর অঞ্চলে প্রায় ৫০০ জন মানুষের মুখে অন্ন তুলে দিলেন বিধায়ক ।বিধায়ক ঘোষণা করলেন আগামী ৩ দিন পরে গুসকরা পৌরসভার সমস্ত ওয়ার্ডে দ্বিতীয় পর্যায়ে আরো বৃহত আকারে এান বিতরন করবেন ।প্রত্যেকের উদ্দেশ্যে বিধায়ক নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কঠোর ভাবে পালন করার পরামর্শ দিলেন এবং এই কঠিন পরিস্থিতিতে রাজ্য প্রশাসন, ডাক্তার বাবু থেকে স্বাস্থ্য কর্মী, পৌরসভার সাফাই কর্মীদের কে সহযোগিতা করার জন্য আবেদন জানান ।

Related posts

রাজ্যে মোট সংক্রমিত ২৭৬! ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৪ জন কিন্তু কেন্দ্রীয় তথ্যে ৩১০ জন সংক্রমণ রাজ্যে 

E Zero Point

আইআইএ-র বিজ্ঞানীরা নতুন লিথিয়ামে ভরপুর লাল নক্ষত্রের সঙ্গে নক্ষত্রমন্ডলে লিথিয়ামের প্রাচুর্য্যের যোগ খুঁজে পেলেন

E Zero Point

কাউন্সিলার সামসুল হক মির্জা অসহায় মানুষের পাশে

E Zero Point

মতামত দিন