সেখ নিজাম আলমঃ আজ পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যাবসায়ী সমিতি র রাজ্য কমিটির পক্ষ থেকে করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পূর্ব বর্ধমান জেলা শাসক বিজয় ভারতী মহাশয়ের হাতে তুলে দেওয়া হলো ২১০০০০/-টাকার চেক। এছাড়াও সমিতি রাজ্যের সকল জেলায় শতাধিক ক্যাম্প করে খাদ্যসামগ্ৰী বিলির ব্যবস্থা করেছে। আজকের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য উপদেষ্টা নারায়ণ চন্দ্র ঘোষ, রাজ্যের কনভেনার বিশ্বজিৎ মল্লিক ও রাজ্যকমিটির সদস্য সুকান্ত পাঁজা,সুভাষ মণ্ডল, পাঁচু গোপল কোনার।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট