05/12/2023 : 7:54 PM
অন্যান্য

অভিনব পদ্ধতিতে মেমারি পুলিশের লকডাউন সচেতনতা

স্টাফ রিপোর্টার, মেমারিঃ প্রতিদিন দ্রুততার সাথে করোনা সংক্রামকের সংখ্যা বাড়ছে, পূর্ব বর্ধমানে এখনো পর্যন্ত ১ জন পজিটিভ কেস পাওয়া গেছে কিন্তু মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রশাসন, পুলিশ উঠে পড়ে লেগেছে। আজ মেমারি পুলিশকে লকডাউনেও ব্যস্তময় বামুনপাড়া মোড়ে এক অভিনব পদ্ধতিতে মানুষকে সচেতন করার পদক্ষেপ নিতে দেখা গেল। রাস্তায় যার বিনা প্রয়োজনে কিংবা ছোটখাটো প্রয়োজনে রাস্তার বেড়িয়েছেন তাদেরকে দাঁড় করিয়ে রাখা হল কিছুক্ষণের জন্য। বামুনপাড়া মোড়ে একটি জায়গায় সামাজিক দূরত্বের চর্তুভূজ সীমারেখায় বিনা প্রয়োজনে লকডাউন ভঙ্গকারীদের সচেতনতার সাথে দাঁড় করিয়ে রাখা হল এবং মেমারি থানার পুলিশ অফিসার শান্তনুরায় চৌধুরী তাদেরকে সচেতন করে বলেন, যে প্রয়োজন হলে নিত্য সামগ্রী কয়েকদিনের জন্য ঘরে তুলে নিন, প্রতিদিন রাস্তার বেড়োবেন না এবং ঔষধের প্রয়োজন হলে মেডিকেল হেল্পলাইনে ফোন বা ওয়াটসঅ্যাপ করুন কিন্তু লকডাউন মানুন।

কিন্তু সাধারণ কিছু মানুষের প্রশ্ন পুলিশের এই উদ্দ্যেগ অবশ্যই অভিনন্দনযোগ্য হলেও মানুষ কি সচেতন হবে?

Related posts

মেমারিতে বিজেপি কার্যকর্তাদের উদ্দ্যোগে ত্রাণ বিলি

E Zero Point

নারী দিবসে মেন লাইনে ট্রেন চালাবে মহিলারা

E Zero Point

আজ থেকে বর্ধমান শহরে শর্তসাপেক্ষে খুলবে ব্যবসায়িক প্রতিষ্ঠান

E Zero Point

মতামত দিন