বিশেষ সংবাদঃ বিএসএফ মুর্শিদাবাদের জলঙ্গী, সুতি ও বহরমপুরের চর মেঘনাতে লক্ষাধিক টাকা মুল্যের গাঁজা ও ফেন্সিডিল সহ এক বাংলাদেশি এবং দুই ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে। বিএসএফ সুত্রে জানা গেছে, বহরমপুর সেক্টরের মেঘনায় বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভাঙাপাড়ার বাসিন্দা আব্দুল হামিদ মন্ডল গত রাতে সীমান্ত পার করে ফেন্সিডিল নিয়ে বাংলাদেশের দিকে যাবার সময় এবং জলঙ্গীর দয়ারামপুরে ভাসান থানদার নামে সাগরপাড়ার বাসিন্দা ৯ কেজি গাঁজা নিয়ে পাচার করার সময় ১৪১ নং ব্যাটেলিয়নের হাতে ধরা পড়ে। অন্যদিকে সুতির বাসিন্দা টুটুল শেখ ছাবঘাটি এলাকায় ফেন্সিডিল সহ ৭৮ নং ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানদের হাতে ধরা পড়ে। তিনজনকেই আজ আইনী প্রক্রিয়ার জন্যে বামাল সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ধৃতরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পারাপার করে গাঁজা ও ফেন্সিডিল গুলি পাচারের চেষ্টায় ছিলো।
পূর্ববর্তী পোস্ট