সেখ নিজাম আলমঃ বর্ধমান শহরের উদয় পল্লীতে দিল্লি ফেরত এক শিশুর মধ্যে করোনা পজিটিভ পাওয়ার পর আজ রাতে একজন মহিলার করোনা পজিটিভ রিপোর্ট মিললো।
গলসী থানার শিড়রায় গ্রামের পশ্চিম পাড়ায় এক মহিলা করোনায় আক্রান্ত খবর পেয়ে গলসি থানার পুলিশ গন্তব্যস্থলে পৌছান। জানা যায়,গত ১৬ ই মে উক্ত মহিলা তার বাবার বাড়ী থেকে জ্বর নিয়ে এসেছিলেন। দু,তিনদিন জ্বর না ছাড়ায়,তাকে আদ্রাহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা করে তাকে বর্ধমান কেভিড হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে পজিটিভ রিপোর্ট আসে। খবর পেয়ে শিড়রায়ে আসেন বর্ধমান মেডিকেল টিম। করোনা আক্রান্ত মহিলার বাবার বাড়ী খন্ডঘোষ থানার উদয়কৃষ্ণপুরে। সেখান থেকেই সে করোনায় আক্রান্ত হয়েছে বলে মনে করছেন বর্ধমান মেডিকেল টিম। বর্ধমান মেডিকেল টিম শিড়রায়ে এসেছেন গোটা এলাকা স্যানিটািইজেশন করার জন্য। করোনা আক্রান্ত মহিলার স্বামীকেও পরীক্ষা করার জন্য বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে। তার রিপোর্ট এখনও পাওয়া যায় নি। তবে তাদের পরিবার থেকে আরও ৬ জনকে পরীক্ষা করার জন্য কোয়ারেন্টেনে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকায় গলসী থানার পুলিশ পাহাড়া দিচ্ছেন। আগামিকাল এই এলাকাটিকে কোয়ারেন্টেন হিসাবে ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।