বিশেষ প্রতিবেদনঃ আমফান-এর প্রভাবে পূর্ব বর্ধমান জেলায় দেওয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮ জন। বেশ কিছু কাঁচা বাড়ি, ধান ও সবজির ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি।গাছ পড়ে গাড়ি,বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলকোটের যজ্ঞেশ্বরডিহি এলাকায় গোয়ালঘরের দেওয়াল চাপা পড়ে রাধারমন ঘোষ নামে বছর ৭২ এর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।জেলায় প্রায় ৪৯৫ টি কা্ঁচা বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে, আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ৪৩২০ টি। ৯৪০ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রায়না ও বর্ধমান ২ নং ব্লকে দেওয়াল চাপা পড়ে ১১ টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গেছে।
জেলায় অনেক জায়গাতেই চাষীরা পাকা ধান ঘরে তুলতে পারেননি। মাঠ ভর্তি পাকা ধান গাছ ঝড়ে মাটিতে পড়ে গেছে।জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন,আমপানের জেরে জেলায় মোট ৩৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। যার আর্থিক মূল্য ২৫০ কোটি টাকা।সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গলসি ১, ২ আউশগ্রামের ১,২, কালনা ১, ভাতার, মঙ্গলকোট,বর্ধমান ১,২ ও মন্তেশ্বর ব্লকে। জেলায় এবারে বোরো চাষ হয়েছে ১ লক্ষ ৭১ হাজার হেক্টর জমিতে। আমফান ঢোকার আগে জেলায় প্রায় ৭৬ শতাংশ জমির ধান কাটা সম্পূর্ণ হয়েছে।ধান ছাড়াও ১২ হাজার হেক্টর জমির তিল ও ৫ হাজার হেক্টর জমির সবজির ক্ষতি হয়েছে।