স্টাফ রিপোর্টারঃ গোটা রাজ্যজুড়ে লকডাউনের পরিস্থিতিতে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দোকান খোলা থাকার কথা। কিন্তু ঘরবন্দী কিছু মানুষের বিশেষ পানীয়র চাহিদা এখন তুঙ্গে, তাই পূর্ব বর্ধমানের কিছু জায়গায় গোপনে চলছে মদ বিক্রি। কিন্ত সরকারীভাবে মদের দোকান বন্ধ থাকার কথা হলেও পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর এবং গঞ্জে দুটি মদের দোকান থেকে গোপনে মদ বিক্রি করা হচ্ছিল ও কিছু যুবক তা কিনে নিয়ে গিয়ে চড়া দামে কালোবাজারী করেছে। এমতাবস্থায় এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে আবগারি দফতর এবং পুলিশকে জানিয়ে বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিকের নেতৃত্বে দুটি মদের দোকানকে সিল করে দেওয়া হয়েছে।