17/01/2025 : 11:30 AM
বিনোদনরঙ্গমঞ্চ

জঙ্গীপুরে শুরু হলো পাঁচদিন ব্যাপী নাট্য উৎসব

জিরো পয়েন্ট নিউজ – মুর্শিদাবাদ, ১ মার্চ ২০২৪ :


প্রত্যেক বছরের ন্যায় এইবছর ২৯শে ফেব্রুয়ারী সন্ধ্যায় রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবনে রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ ও বাগানবাড়ি ড্রামাটিক ক্লাব পরিচালিত পাঁচদিন ব্যাপী বাৎসরিক নাট্য উৎসব ২০২৪ – এর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন থিয়েটার গ্রুপের পৃষ্টপোষক মোহাঃ হাসানুজ্জামান (লিটন) , সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি বিজয় কুমার জৈন, সম্পাদক অজিত সরকার, সাহিত্যিক কাজী আমিনুল ইসলাম, কবি মোঃ ইজাজ আহামেদ, বাংলাদেশ থেকে আগত নাট্য ব্যক্তিত্ব মোহাঃ রফিক, রাজনীতিবিদ হালিমা বিবি, রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ ও বাগানবাড়ি ড্রামাটিক ক্লাবের সদস্যবৃন্দ।

উপস্থিত অতিথিদের বরণ করা হয় এবং প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এছাড়া অতিথিদের, নাট্য গ্রুপ ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সোমনাথ কর। এদিন দুটি নাটক মঞ্চস্থ করা হয়। প্রত্যেকদিন দুটি করে নাটক মঞ্চস্থ করা হবে বলে উদ্যোক্তারা জানান।

Related posts

‘পাঠান’ বিতর্কের মাঝেও কয়েক ঘণ্টাতেই রেকর্ড গড়ল নতুন গান

E Zero Point

রবীন্দ্র জন্ম জয়ন্তীতে মেতে উঠল ফলতার প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা

E Zero Point

দুর্গাপুরে ‘ সুর ও সপ্তক ’ আয়োজিত শাস্ত্রীয় সংগীতের উৎসব

E Zero Point

মতামত দিন