13/09/2024 : 3:53 AM
অন্যান্য

মেমারিতে লকডাউন অমান্য করায় ১১জন কে আটক করল পুলিশ

নূর আহমেদ, মেমারিঃ বেশ কয়েকদিন ধরেই মেমারির কিছু মানুষ লকডাউনকে অমান্য করে দোকানপাট ও রাস্তায় ভিড় করছিলেন। বিভিন্ন সংগঠন বা প্রশাসনিক প্রচারও কোন ফল দিচ্ছিল না। আজ সকাল থেকে মেমারি শহর যেন তার চেনা রুপে ফিরছিল আর তখনই মেমারি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলেন। বিভিন্ন রাস্তায় নিত্যপ্রয়োজনীয় দোকানে ভিড় হাল্কা করে দিলেন। অপ্রয়োজনীয় কিছু দোকান বন্ধও করে দেওয়া হল আজ। সকাল থেকেই চলছে পুলিশি টহল। আজ সন্ধ্যায় মেমারি থানার অফিসার অভিজিৎ চ্যাটার্জী, জয়দেব দে ও শান্তনু রায় চৌধুরীর একটি পুলিশ টিম বিভিন্ন রাস্তায় ঘুরে মানুষকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দেন এবং অযথা যারা রাস্তায় ঘুরছে বা লকডাউন অমান্য করছেন তাদেরকে সাবধান করে দেওয়া হয়।

এমতাবস্থায় আজ মেমারি থানার পুলিশ লকডাউন অমান্য করায় ১১জন কে আটক করা হয়।

Related posts

আজ জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস

E Zero Point

ফ্যালকন মোটর স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে অন্নসেবা

E Zero Point

করোনা সঙ্কটে মেমারির গর্ব টিম আঁচল

E Zero Point