24/09/2023 : 7:08 PM
অন্যান্য

হায়দ্রাবাদে থাকা বর্ধমানের অভুক্ত শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দিলো ডি.ওয়াই.এফ.আই

বিশেষ সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ করোনা আতঙ্ক আজ মানুষকে এক নৌকার যাত্রী করে তুলেছে। এই পরিস্থিতি প্রমাণ করে মানুষ মানুষের জন্য। ভিন রাজ্যে কাজের সূত্রে কিছু মানুষ পাড়ি দিয়েছিল কালনা- কাটোয়া- বর্ধমানের কিছু যুবক। লকডাউন পরিস্থিতির শিকার ২২ জন এরকম যুবক খুব কষ্টে দিনযাপন করছে জানতে পারায় পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অয়নাংশু হায়দ্রাবাদে রাজ্য সংগঠনকে ফোন করে তাদের জন্য খাবার ও সাহায্য পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করা হয় ।

হায়দ্রাবাদের ডি.ওয়াই.এফ.আই-এর মুন্না ভাই জানান, ২২জন যুবক মিষ্টির দোকানে কাজ করে রোজ মাইনেতে। কাজে গেলে বেতন পায়। লক ডাউনের পর থেকেই মালিকরা কাজ বন্ধ করে দিয়েছে, কোনো উপার্জন নেই, ২২ জনের মধ্যে ১৫ জনের টাকা শেষ। বাকি ৭ জন অন্যদের খরচ চালাচ্ছে। কিন্তু কত দিন? ৩০ টাকার আলু ৬০-৭০ টাকা,৬০ টাকার মুড়ি ১২০ টাকা, ৪০ টাকার চাল ৮০ টাকা। মালিকরা বলে দিয়েছে কাজে না এলে টাকা কি করে দেবে! আর কিছু মালিক ফোন ধরছে না।

 

Related posts

পেনশন কমানোর কোন প্রস্তাব নেই, জানালো সরকার

E Zero Point

প্রধানমন্রী গরীব কল্যাণ যোজনা, বিস্তারিত ভাবে জানুন

E Zero Point

করোনা ধর্ম, বর্ণ, ভাষা দেখে না! সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

E Zero Point

মতামত দিন