07/10/2024 : 8:45 PM
অন্যান্য

দিল্লির পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের ফার্স্ট লেডি তৈরি করছেন মাস্ক

সংবাদ সংস্থাঃ করোনার প্রকোপে দেশের ক্রমাগত অর্থনীতির পতনের উদ্বেগ সকলের মধ্যেই বিরাজমান। দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সহ সাংসদরা নিজেদের বেতন হ্রাস করার পদক্ষেু নিয়েছেন সকলে। এবার দেশের ফার্স্ট লেডি তথা রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দও যোগ দিলেন ভারতের করোনার বিরুদ্ধে লড়াইয়ে।
সংবাদসংস্থা থেকে প্রাপ্ত খবর অনুসারে রাষ্ট্রপতি পত্নী সবিতা কোবিন্দ এবার নিজে মাস্ক সেলাই করার কাজে হাত লাগালেন। সেলাইয়ের মেশিন হাতে নিয়ে তিনিও এবার মাস্ক তৈরি করতে শুরু করলেন।

উল্লেখ্য, দেশে করোনার আক্রমণের জেরে মাস্ক পরা অত্যাবশ্যক তাই দেশের ফার্স্ট লেডির হাতে তৈরি এই সমস্ত মাস্ক যাবে দিল্লির পরিযায়ী শ্রমিকদের কাছে। মাস্ক বিলি করা হবে বিভিন্ন হোম-এ আশ্রয় নেওয়া মানুষের মধ্যে । দিল্লির আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ড এমন পদক্ষেপ নিয়েছে।

Related posts

“ঘরে থেকেই রক্তদান”, অভিনব উদ্যোগ নিল পল্লিমঙ্গল সমিতি

E Zero Point

কি জানালো প্রস্তুতকারক সংস্থা, ডেটলে নষ্ট হবে কি করোনা ভাইরাস?

E Zero Point

লকডাউনের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত পুরসা

E Zero Point

মতামত দিন