06/10/2024 : 5:16 PM
অন্যান্য

পানীয়জল সরবরাহ নিয়ে তর্জা প্রাক্তন ও বর্তমান মেয়রের

জিরো পয়েন্ট নিউজ – জ্যোতিপ্রকাশ মুখার্জ্জী, পশ্চিম বর্ধমান, ৩ জুলাই ২০২৪ :


২ রা জুলাই আসানসোলে নিজের আবাসনে সাংবাদিক সম্মেলন করে পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে পানীয়জল সরবরাহ সংক্রান্ত সমস্যা নিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান পুরবোর্ডের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।

তার দাবি তিনি যখন মেয়র ছিলেন তখন কোনো ওয়ার্ড থেকেই জল সমস্যার কথা শোনা যেতনা। কিন্তু এখন প্রায় প্রতিদিনই জলের সমস্যার কথা শোনা যাচ্ছে। তিনি পুরনিগম এলাকায় জল সরবরাহ করার পরিকাঠামো, জল দপ্তরের কর্মী ও ইঞ্জিনিয়ারদের দক্ষতা ও সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন।

সুষ্ঠুভাবে পানীয়জল সরবরাহ করার জন্য যে পরিকল্পনা থাকার দরকার সেটা দেখা যাচ্ছে না বলে তার দাবি। গরমের সময় সুষ্ঠুভাবে জল সরবরাহ করতে হলে নভেম্বর বা ডিসেম্বর মাস থেকেই প্রস্তুতি শুরু করা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি বলেই এখন এই সমস্যা। তিনি বলেন জল সরবরাহের বিষয়ে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নেওয়া উচিত। তিনি বলেন ২৪ ঘন্টা তো দূরের ব্যাপার এমন ওয়ার্ড আছে যেখানে প্রতিদিন আধ ঘন্টাও জল পাওয়া যায়না। জল কিনে খেতে হয়। তার প্রশ্ন ঠিকমত জল সরবরাহ করতে না পারলে পুরনিগম পুরবাসীদের কাছ থেকে সম্পত্তি কর নেয় কেন? তার পরামর্শ কলকাতার চাটুকারিতা না করে আসানসোলের অধিকারের জন্য লড়াই করুন যাতে এলাকার মানুষ তাদের উপর বিশ্বাস রাখতে পারে।

প্রাক্তন মেয়রের অভিযোগের জবাবে বর্তমান মেয়র বিধান উপাধ্যায় বলেন, এখানে জলের কোনো সমস্যা আছে কি না তার উত্তর আসানসোলের মানুষই দেবেন। তিনি আরও বলেন, যেখানেই পুরনিগমের কল বসানো হয়েছে সেখানে ভালোভাবে জল সরবরাহ করা হচ্ছে। তবে তিনি স্বীকার করে নেন গরমের সময় নদীতে জল কম থাকার কারণে সাময়িক কিছুটা সমস্যা হলেও বর্তমানে সেই সমস্যার সমাধানও হয়েছে। প্রাক্তন মেয়রের প্রতি তার কটাক্ষ আগে তিনি আবার মেয়রের চেয়ারে বসুন, তারপর নয় আরও ভাল করে জল সরবরাহ করবেন।

Related posts

রাজ্যে ১৭০ কিমি ভয়ঙ্কর গতিবেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’

E Zero Point

মেমারি এল.আই.সি অফিসে স্যানিটাইজার স্প্রে

E Zero Point

তৃণমূল ছাত্র নেতা মুকেশ শর্মার উদ্যোগে ৩৫০ জনকে খাদ্যসামগ্রী প্রদান

E Zero Point

মতামত দিন