01/10/2023 : 12:14 AM
অন্যান্য

মেমারি পৌরসভা মেমারি স্টেডিয়ামে তৈরি করলেন আইসোলেশান ক্যাম্প

নিজস্ব সংবাদ, মেমারিঃ করোনা ভাইরাসে আজ এক দিনে ৮৮ জন আক্রান্ত হয়েছে। সমগ্র ভারতে আক্রান্ত বেড়ে ৬৯৪, নতুন আক্রান্ত ৮৮, মৃত বেড়ে ১৬। পশ্চিম বঙ্গে ১০। এখনও পর্যন্ত অন্যান্য রাজ্যের তুলনায় কম হলেও বিপদ আসতেই পারে যদি না মানুষ সচেতন হয়। প্রশাসন সাধ্যমত তার কাজ করে যাচ্ছে কিন্তু মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব। আজ লকডাউনের দ্বিতীয় দিনে মেমারিবাসীর কিছু অংশে তা লক্ষ্য করা গেছে। গ্যাসের অফিসে, ঔষধের দোকানে, সব্জীবাজারে মানুষ নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন না।

মেমারি পৌরসভার পুরপিতা স্বপন বিষয়ী আজ নিজে শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে নিত্যপ্রয়োজনীয় ব্যবসাদারদের ও মানুষকে সকল নিয়মবিধি মেনে চলার অনুরোধ করেন।

মেমারি পৌরসভার পক্ষ থেকে আজ মেমারি স্টেডিয়ামে একটি আইসোলেশান ক্যাম্পের বন্দোবস্ত করা হয়। ২০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে এখনও পর্যন্ত। মেমারি হাসপাতালের হাতে সেটি তুলে দেওয়া হবে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

মেমারি পৌরপিতা স্বপন বিষয়ীর তত্ত্বাবধানে আইশোলেশান ক্যাম্প করা হয়েছে মেমারি ষ্টেডিয়ামে। 

 

 

Related posts

বিজেপির ইফতার পার্টি মেমারিতে

E Zero Point

আজ ২৬ এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবসঃ ভবিষ্যতের নিরাপত্তার মূল হিসেবে সবুজ উদ্ভাবন

E Zero Point

ভারতের কাছেই হাইড্রক্সিক্লোরোকুইন চাইল পাকিস্তান

E Zero Point