পৃথিবীর ইতিহাসে এক অনন্য উজ্জ্বল অসাধারণ প্রতিভাধর ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ, তার সবচাইতে বড়ো পরিচয়- তিনি বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধ, চিঠিপত্র, চিত্রকলা- সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবি ঠাকুর বিচরণ করেন নি। মানুষের এমন কোনো মানবিক অনুভূতি নেই, যা রবীন্দ্রনাথের কাছে পাওয়া যায়না- প্রেম, বিরহ, সুখ-দুঃখ, আবেগ-ভালোবাসা সব জায়গাতেই রবীন্দ্রনাথ যেনো অমলিন। রবীন্দ্রনাথ বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে, বিশ্বের মানুষের কাছে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন, তাই যুগের পর যুগ বাঙালির চিন্তায় ও মননে নিবিড়ভাবে মিশে আছেন বিশ্বকবি, গুরুদেব। এজন্য রবীন্দ্রনাথের প্রতি চিরদিন বাঙালি জাতির ঋণ স্বীকার করা উচিত। একজীবনে রবীন্দ্রনাথের মানবতাবাদ, দর্শন, মানবিক প্রেম, সৃষ্টিশীলতা- যুগ যুগ ধরেই বাঙালি জাতিকে করেছে মহিমান্বিত।
দেখতে দেখতে দুপুর হয়ে এলো, এমনিতেই আজ কোথাও যাওয়া নেই কারও লকডাউনে গৃহবন্দী আমরা। স্কুল, কলেজে, অফিসে আজ রবীন্দ্রনাথ একা। কিন্তু ঘরে একা থাকার উপায় নেই ছোট্ট আর্যর, বংশপরম্পরা ধরে আজকের দিনে তার মুক্তি নেই। আর্য রায়ের বাবা-মা যখন ছোট ছিল তখনও তার বাবা-মা কিংবা তাদের বাবা মা, বংশানুক্রমিক ভাবে কুমোড় পাড়ার গরুর গাড়িটা আজকে তো বাইরে নিয়ে যেতেই হবে, তবে হ্যাঁ, স্টেজ নেই করোনার ভয়ে, কিন্তু সোসাল নেটওয়ার্কের মঞ্চ সাজিয়েছে জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা থেকে অনলাইনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে, লকডাউনে কবিপ্রণাম : তৃতীয় পর্বতে আসুন তার আধো আধো আদুরে গলায় শুনে নিই….
নিস্তার নেই ছোট্ট আলিপিয়ারও, মায়ের আব্দার সেও নাকি ছোটবেলাতে হাত তুলে বসে বসে নেচেছে, তাই তাকেও ফুলে ফুলে তে হাত তুলতেই হবে, তবে অলিপিয়া ঘোষের মা লিপি ঘোষ হালদার কিন্তু গাইবে গানটা, এই না হলে লকডাউনে রবীন্দ্র জয়ন্তী
রবীন্দ্রজয়ন্তী নিয়ে ৮ থেকে ৮০ সবাই মেতে ওঠে তার প্রমাণ মিললো বর্ধমানের শ্রদ্ধেয় শান্তিময় মিত্রের বাড়ীতে রীতিমত আড্ডা জমিয়ে ফেললেন বাড়ীর সকলে ও বন্ধু পরিবার মিলে। কি নেই সেই ররীন্দ্র স্মরণে স্বরচিত কবিতা, আবৃত্তি, নৃত্য- একেই বলে বাঙালি সব পারে ঘরে বসে লকডাউনে রবীন্দ্র জয়ন্তী…
তিতাস তাসমিন হুসেন, সুদূর শিলিগুড়ি থেকে শ্বশুর বাড়িতে বসে ভাগ নিলেন আমাদের জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার অনলাইনে রবীন্দ্র জয়ন্তীতে। ছোট্ট থেকেই সঙ্গীতের নেশা, জিরো পয়েন্ট নজরুল উৎসবে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন।
শেষ হল জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা থেকে অনলাইনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে লকডাউনে কবিপ্রণাম : তৃতীয় পর্ব। যারা প্রথম দুটি পর্ব সময়াভাবে দেখতে পান নি তাদের জন্য দুটি পর্বের লিঙ্ক দিলাম
http://অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : প্রথম পর্ব (সকাল-৯টা)
অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : দ্বিতীয় পর্ব (সকাল-১১টা)
চতুর্থ পর্ব নিয়ে আমরা ফিরে আসব বৈকাল ৫টায়।
সকলের ভিডিও দেখুন, শুনুন ও অবশ্যই শেয়ার ও কমেন্ট করুন।
ভালো থাকুন।
www.ezeropoint.net -এ
সংবাদ ও সাহিত্য-সংস্কৃতি বিষয় আপডেট পেতে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ
https://www.facebook.com/zeropointpublication
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA/
ভালো থাকুন, সচেতন থাকুন
-সম্পাদক, জিরো পয়েন্ট
9375434824