29/10/2024 : 6:15 PM
অন্যান্য

চানক সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোট, ২৯ অক্টোবর ২০২৪ :


মঙ্গলবার মঙ্গলকোটের চাণক অঞ্চলের সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। এবারের সমিতি নির্বাচন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ। ছিল না কোন ভয়ের বাতাবরণ । শান্তিপূর্ণভাবেই নমিনেশন ফাইল এবং তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে বলে জানান চানক সমবায় সমিতির ম্যানেজার সনাতন চ্যাটার্জী ।

তৃণমূলের এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভের পর চাণক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রমজান শেখ  জানান এবারের নির্বাচনে অঞ্চলের প্রত্যেকটি গ্রাম থেকে তারা যোগ্য ব্যক্তিদের টিকিট দিয়েছেন। কোন রং দেখেননি। তিনি চান সোসাইটির মতো জায়গায় ভালো মানুষ জন থাকুক।

জানা যায় মোট ৪৮ জন প্রার্থী ছিল। তাদের তার মধ্যে সাতজন মহিলা এবং সাতজন এসসি, এস টি প্রার্থী ছিল । অঞ্চলের বুদ্ধিজীবী মহলের ধারণা সম্পূর্ণ অরাজ নৈতিক ব্যক্তিদের প্রার্থী করার ফলে এবং ভালো মানুষজনদেরকে নিয়ে আসার ফলে বিরোধীরা নমিনেশন ফাইল করতে ভরসা পেল না।

Related posts

মাস্ক আর স্যানেটাইজার তুলে দেওয়া হল পাল্লারোড প্রাথমিক স্ব্যাস্থ কেন্দ্রে

E Zero Point

লকডাউনের কারণে ১৪ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না

E Zero Point

গল্প – ফেরত | স্বাতী মুখার্জী

E Zero Point

মতামত দিন