জিরো পয়েন্ট নিউজ – আশিস কুমার ঘোষ, হুগলি, ২৯ অক্টোবর ২০২৪ :
শনিবার হুগলি জেলার চন্দননগর রবীন্দ্রভবনে শ্রীরাম ফাইনান্স লিমিটেড প্রেজেন্টর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের সার্টিফিকেট হাতে তুলে দেওয়া নিয়ে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় ভট্ট, বিপ্লব দত্ত, সুমন্ত চ্যাটার্জী ,অর্ণব চক্রবর্তী ,স্যার গৌতম নন্দী, সুরজিৎ গঙ্গোপাধ্যায়, অরিন্দম নাথ, এছাড়াও প্রশান্ত, বিশ্বজিৎ ও শুভাশিস, উপস্থিত ছিলেন। নাচ গান কবিতা ও আবৃতির মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।